গ্রাহকদের সুবিধার্থে হাত মেলাল ফ্লিপকার্ট ও অ্যাক্সিস ব্যাঙ্ক। তাদের ৪৫০ মিলিয়ন ক্রেতাদের জন্য আরও সহজলভ্য ব্যক্তিগত ঋণ, বিশেষ কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়ার জন্য শুক্রবার বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তিভিত্তিক অংশিদারীত্বের কথা ঘোষণা করেছে ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্ট। এবার থেকে ক্রেতারা কোনও কাগজপত্র ছাড়াই বিনা ঝামেলায় সম্পূর্ণ ডিজিটাল উপায়ে খুব কম সময়ের মধ্যেই ব্যক্তিগত ঋণ নিতে পারবেন বলেই জানানো হয়েছে কোম্পানির তরফে।
বর্তমানে অনলাইন কেনাকাটার অন্যতম জনপ্রিয় ঠিকানা ফ্লিপকার্ট। ভারতের বাজারে অনলাইন পণ্য কেনার ক্ষেত্রে মানুষের কাছ অন্যতম পছন্দের সংস্থা এটি। অন্যদিকে, অতীতে বহুবার এই বহুজাতিক ই-কমার্স সংস্থাটিকেও তার গ্রাহকদের ভালো-মন্দের বিশেষ খেয়াল রাখতে দেখা গিয়েছে। এবারও গ্রাহকদের সুবিধার্থে তারা অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।
কোম্পানীর দাবি, ক্রেতারা এবার কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তৎক্ষণাৎ পুরোপুরি ডিজিটাল উপায়ে কোনওরকম কাগজপত্র ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে পারবেন। পাশাপাশি, গ্রাহকরা তাদের সুবিধা মতো ৬ থেকে ৩৬ মাসের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার জন্য বিভিন্ন অপশনও পাবেন।
ফ্লিপকার্টের ফিনটেক এবং পেমেন্ট গ্রুপের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ধীরাজ আনেজা এই প্রসঙ্গে জানিয়েছেন, “দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের পেমেন্ট করার জন্য একাধিক অপশনের সুবিধা দিতে পারব। এর মধ্যে রয়েছে ‘বাই নাও পে লেটার (বিএনপিএল)’, ইএমআই, কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ইত্যাদি।” পাশাপাশি, এই কম সময়ে অতি সহজে ব্যক্তিগত লোনের সুবিধা ক্রেতাদের ক্রয়ক্ষমতা আরও বাড়াবে বলেই আশাবাদী কোম্পানি।
কিন্তু ক্রেতারা কীভাবে পাবেন এই ব্যক্তিগত লোনের সুবিধা? ই-কমার্স সংস্থাটির তরফে জানানো হয়েছে, ঋণের জন্য গ্রাহকদের কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আবেদন করতে হবে। ওই আবেদনে গ্রাহকদের কিছু সাধারণ তথ্য যেমন, প্যান নম্বর, জন্ম সাল ও তারিখ এবং কর্মক্ষেত্রের খুঁটিনাটি জানাতে হবে। এরপর অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে ঋণের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হবে। এরপরেই গ্রাহকদের প্রয়োজনীয় ঋণের অঙ্ক ও তাদের ক্ষমতা অনুযায়ী মাসিক কত টাকা করে ফেরত দিতে পারবেন সেই মতো ঋণ শোধের ব্যবস্থা বেছে নিতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন