Weather Forecast: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, রাজ্যের ৭ জেলায় বন্যা পরিস্থিতি!

People's Reporter: মঙ্গলবার ১ লক্ষ ১০ হাজার জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির এক আধিকারিক জানান, বরাকর ও দামোদর উপত্যকার ভারী বৃষ্টিপাত হয়েছে। ঝাড়খণ্ডেও বৃষ্টি চলছে। বাঁধগুলিতে জলের চাপ বাড়ছে।
Weather Forecast: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, রাজ্যের ৭ জেলায় বন্যা পরিস্থিতি!
ছবি - সংগৃহীত
Published on

নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টি হচ্ছে বঙ্গে। যার কারণে রাজ্যের সাত জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপ এখনও সক্রিয় রয়েছে। যার জেরে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। এই ভারী বৃষ্টির কারণে পুজোর আগে রীতিমতো বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে কিছু জেলায়।

লাগাতার বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবারও মোট ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। (মাইথন জলাধার থেকে ৩৫ হাজার কিউসেক জল এবং পাঞ্চেত জলাধার থেকে ৭৫ হাজার কিউসেক জল)। এর আগে সোমবারও ১ লক্ষ কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। ফলে সাত জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এইভাবে জল ছাড়তে থাকলে পুজোর আগেই বাঁকুড়া, হাওড়া, হুগলী, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পূর্ব বর্ধমানের নীচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই বীরভূমের নীচু এলাকগুলিতে জল ঢুকতে শুরু করেছে।

ডিভিসির এক আধিকারিক জানান, বরাকর ও দামোদর উপত্যকার ভারী বৃষ্টিপাত হয়েছে। ঝাড়খণ্ডেও বৃষ্টি চলছে। বাঁধগুলিতে জলের চাপ বাড়ছে। তাই জল ছাড়তেই হচ্ছে।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপর হয়েছে নবান্ন। ওই সাত জেলার আধিকারিকদের সাথে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত মানুষকে সতর্ক করার ও বন্যা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

Weather Forecast: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, রাজ্যের ৭ জেলায় বন্যা পরিস্থিতি!
Weather Forecast: সক্রিয় নিম্নচাপ, শুক্রবার পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস?
Weather Forecast: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, রাজ্যের ৭ জেলায় বন্যা পরিস্থিতি!
NewsClick: সংবাদমাধ্যমে পুলিশি হানা - নিন্দায় সরব সিপিআইএম পলিটব্যুরো

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in