Lay Off: নতুন বছরের শুরুতেই খ্যাতনামা গেমিং কোম্পানি থেকে ছাঁটাই ১৮০০ কর্মী

People's Reporter: বিগত কয়েক মাস ধরেই ধাপে ধাপে একাধিকবার কর্মী ছাঁটাই করেছে গেমিং কোম্পানি ইউনিটি। এর আগে নভেম্বর মাসেই ইউনিটি থেকে ছাঁটাই হয়েছিলেন ২৫৬ জন কর্মী।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

নতুন বছরের শুরুতেই মোট কর্মীবাহিনীর ২৫ শতাংশ ছাঁটাই করলো গেমিং কোম্পানী ইউনিটি (UNITY)। জানা গেছে, বছরের শুরুতেই এই সংস্থা থেকে কাজ হারিয়েছেন ১৮০০ কর্মী।

ইউ এস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-কে লেখা এক চিঠিতে ইউনিটি সংস্থা জানিয়েছে, তারা তাদের কর্মী বাহিনী থেকে ১৮০০ জন কর্মীকে ছাঁটাই করছে। যা সংস্থার মোট কর্মীবাহিনীর ২৫ শতাংশ।

ওই চিঠিতেই সংস্থা আরও জানিয়েছে, “দীর্ঘ মেয়াদি ক্ষেত্রে কোম্পানিকে লাভজনক করে তুলতে এবং কোম্পানির বর্তমান ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে এই ছাঁটাই অত্যন্ত প্রয়োজনীয়।”

“এই মুহূর্তে ইউনিটি এই ছাঁটাই থেকে কতটা অর্থ সাশ্রয় হবে তা স্পষ্ট বুঝতে না পারলেও ২০২৪-এর প্রথম ত্রৈমাসিকের ফলাফলে এর প্রভাব বোঝা যাবে।”

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই ধাপে ধাপে একাধিকবার কর্মী ছাঁটাই করেছে গেমিং কোম্পানি ইউনিটি। এর আগে নভেম্বর মাসেই ইউনিটি থেকে ছাঁটাই হয়েছিলেন ২৫৬ জন কর্মী।

২০২৩-এ বিশ্বজুড়ে ভিডিও গেমস ইন্ডাস্ট্রিতে ব্যাপক ছাঁটাই হয়েছে। সংখ্যার বিচারে যা কমপক্ষে ৯ হাজার। সেপ্টেম্বর মাসে বিশ্বখ্যাত প্রথম সারির গেমিং কোম্পানি এপিক গেমস তাদের মোট কর্মীবাহিনীর ১৬ শতাংশ বা ৮৭০ জন কর্মীকে ছাঁটাই করে।

নভেম্বর মাসে ফরাসি গেমিং কোম্পানি ইউবিসফট থেকে ছাঁটাই হয়েছিলেন ১২৪ জন কর্মী। সেসময় সংস্থার পক্ষ থেকে জানানো হয় কোম্পানিকে ঢেলে সাজানোর জন্য এই ছাঁটাই জরুরি।

এছাড়াও প্রখ্যাত ভিডিও গেমিং কোম্পানি এমব্রেসার গ্রুপ থেকে ২০২৩ সালে ছাঁটাই করা হয়েছে মোট কর্মী বাহিনীর ৬ শতাংশ বা ৭৮০ জনকে।

ছবি প্রতীকী
Lay Off: ২০২৩-এ বিশ্বজুড়ে বিভিন্ন গেমিং সংস্থা থেকে ছাঁটাই ৯ হাজারের বেশি কর্মী
ছবি প্রতীকী
Indian Science Congress: একশো বছরে এই প্রথম অনুষ্ঠিত হল না বিজ্ঞান কংগ্রেসের সম্মেলন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in