Sundar Pichai: 'পদ্মভূষণ' সম্মানে সম্মানিত হলেন গুগল ও অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই

পিচাই বলেন, 'বিরাট সম্মানের জন্য আমি ভারত সরকার ও ভারতবাসীর কাছে কৃতজ্ঞ। যে দেশ আমাকে তৈরি করেছে সেই দেশের কাছে থেকে এই সম্মান প্রাপ্তি সত্যি মূল্যবান।
তরণজিৎ সিং সান্ধু ও সুন্দর পিচাই
তরণজিৎ সিং সান্ধু ও সুন্দর পিচাইছবি - তরণজিৎ সিং সান্ধু-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

'পদ্মভূষণ' সম্মানে সম্মানিত হলেন অ্যালফাবেট ও গুগলের সিইও সুন্দর পিচাই। বাণিজ্য ও শিল্প বিভাগে তাঁর বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার সান ফ্রান্সিসকোতে নিকট আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই 'পদ্মভূষণ' গ্রহণ করেন। আমেরিকায় থাকা ভারতের অ্যাম্বাসেডর তরণজিৎ সিং সান্ধু পিচাইয়ের হাতে পুরস্কার তুলে দেন।

ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান প্রাপ্তির পর পিচাই বলেন, 'বিরাট সম্মানের জন্য আমি ভারত সরকার ও ভারতবাসীর কাছে কৃতজ্ঞ। যে দেশ আমাকে তৈরি করেছে সেই দেশের কাছে থেকে এই সম্মান প্রাপ্তি সত্যি মূল্যবান। ভারত আমার একটি অংশ। আমি যেখানেই যাবো এটিকে সেখানেই এটি আমার সাথে থাকবে'।

পুরস্কার পাওয়ার পর তিনি অতীতে ফিরে যান। তিনি বলেন, আমি এমন একটি পরিবারে বড়ো হয়েছি যেখানে শিক্ষা ও জ্ঞানের চর্চা হয়। যাতে আমার আগ্রহগুলি নিয়ে ভবিষ্যতে কিছু করতে পারি তার জন্য আমার বাবা-মা অনেক কিছু ত্যাগ করেছেন।

গুগলের নতুন প্রযুক্তি সম্বন্ধেও অনেক তথ্য তুলে ধরেন শুক্রবার। সুন্দর পিচাই বলেন, মেশিন লার্নিং-র ক্ষেত্রে গুগল নতুন করে ২৪টি ভাষা যুক্ত করেছে। এর মধ্যে ভারতেরই ৮টি ভাষা রয়েছে। যেগুলি অনুবাদের জন্য ব্যবহার করা যাবে। মানুষকে নিজের ভাষায় তথ্য ও জ্ঞান প্রদানের জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনে আরও উন্নত প্রযুক্তি নিয়ে আসারও পরিকল্পনা করা হচ্ছে। 

তরণজিৎ সিং সান্ধু বলেন, গুগল ও অ্যালফাবেটের সিইওকে পদ্মভূষণ তুলে দিতে পেরে খুবই আনন্দিত। সুন্দরের মাদুরাই থেকে পর্বত যাত্রা অনুপ্রেরণামূলক। যা ভারত ও আমেরিকার অর্থনীতি ও প্রযুক্তিকে আরও সমৃদ্ধি করে।

তরণজিৎ সিং সান্ধু ও সুন্দর পিচাই
3D planetarium: কলকাতার বিড়লা তারামণ্ডলকে টেক্কা! হাওড়ায় চালু হল দেশের প্রথম 3D তারামণ্ডল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in