আবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল গুগল (Google)। সূত্রের খবর, YouTube TV ও YouTube-এর মতো সোশ্যাল মিডিয়ার জন্য কর্মরত চুক্তি ভিত্তিক কর্মীদের বরখাস্ত করছে সুন্দর পিচাইয়ের নেতৃত্বাধীন গুগল।
এক প্রতিবেদনে বিজনেস ইনসাইডার (Business Insider) জানিয়েছে, ‘এই পর্যায়ে সেই সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীদের বরখাস্ত করছে গুগল, যারা বেশিরভাগই গুগলের জন্য Cognizant এবং Accenture-এ কাজ করতেন। এই চাকরি ছাঁটাইয়ে সেই সকল চুক্তি ভিত্তিক কর্মীরা প্রভাবিত হবেন, যারা মূলত YouTube TV ও YouTube-র মতো সোশ্যাল মিডিয়াকে সাপোর্ট দেওয়ার কাজ করে এসেছে।’
জানা যাচ্ছে, Google-এর এই ছাঁটাই সবথেকে বেশি প্রভাবিত করবে অস্টিনের চুক্তি ভিত্তিক কর্মীদের। রিপোর্টে বলা হয়েছে, গুগলে কর্মী ছাঁটাই হবে, এই সম্পর্কিত বিষয়ে মাসের শুরুতে জানতে পেরেছিলেন কগনিজেন্ট কর্মীরা।
কগনিজেন্ট থেকে কতজন কর্মীকে ছাঁটাই করবে গুগল, তা এখনও স্পষ্ট নয়। তবে, রিপোর্টে দাবি করা হয়েছে, এই পর্যায়ে Accenture-এ কর্মরত প্রায় ১২০-১৫০ জন কর্মী চাকরী হারাতে পারেন।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার জেরে এর আগেও ছাঁটাই করেছে গুগল। ২০২৩ সালে আরও কর্মী ছাঁটাই হতে পারে, আগেই এমন সম্ভাবনার কথা বলেছিলেন অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই (Alphabet CEO Sundar Pichai)। সেই আশঙ্কাই সত্যি হল।
প্রসঙ্গত, চলতি বছরেও অর্থনৈতিক মন্দা অব্যাহত। যার জেরে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সংস্থায় কর্মী ছাঁটাই চলছে। মেটা (Meta), টুইটার (Twitter), অ্যামাজন (Amazon), মাইক্রোসফট (Microsoft), গুগল (Google), ইয়াহু (Yahoo), ডেল (Dell)-এর মতো কোম্পানি থেকে চাকরি হারিয়েছেন কয়েক হাজার কর্মী। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন চুক্তি ভিত্তিক কর্মীরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন