এবার কর্মী ছাঁটাই নিয়ে মুখ খুলেছেন সুন্দর পিচাই। গুগলের (Google) মূল সংস্থা অ্যালফাবেটের (Alphabet Inc) সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) জানান, ‘সংস্থার প্রতিষ্ঠাতা এবং বোর্ডের সঙ্গে পরামর্শ করেই প্রায় ৬% কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কর্মী ছাঁটাইয়ের যুক্তি হিসাবে তিনি বলেন, ‘মোটেও হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সঠিক সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া না হলে, সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।'
পিচাই বলে, ‘এগুলি এমন সিদ্ধান্ত, যা নেওয়া আমাদের জন্য জরুরি হয়ে পড়েছিল।’
শুক্রবার গুগল থেকে প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়। বিগত বছরগুলিতে গুগলে (Google) শ'য়ে শ'য়ে কর্মী নিয়োগ করা হয়েছে। এই ছাঁটাইয়ের ইঙ্গিত অবশ্য অনেক আগেই দিয়েছিলেন সুন্দর পিচাই। ২০২২ সালের সেপ্টেম্বরেই বলেছিলেন, আগামীদিনে গুগলকে আরও ২০% দক্ষ করে তুলতে চান তিনি।
কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর পিচাই জানিয়েছিলেন, 'আমাদের কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে। আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, সেই বিষয়ে আমি আত্মবিশ্বাসী। আমরা আগে AI-তে বিনিয়োগ করে আমাদের পণ্য় ও পরিষেবাকে আরও শক্তিশালী করতে চলেছি। ভবিষ্যতে এই বিনিয়োগ আমাদের লক্ষ্য় পূরণের গতিকে আরও শক্তি জোগাবে।'
এদিন সেই একইকথা শোনা গেছে অ্যালফাবেটের চিফ ফিনান্সিয়াল অফিসার রুথ পোরাট (Ruth Porat)-এর মুখে।
তিনি বলেন, ‘আপাতত মূল যে ক্ষেত্রগুলিকে গুগল অগ্রাধিকার হিসাবে মনে করে, সেখানে বিনিয়োগ চালিয়ে যাওয়া হবে। আর তা যাতে সম্ভব হয়, তা সুনিশ্চিত করতেই এই কাঁটছাঁট করা হয়েছে। অ্যালফাবেটের দীর্ঘকালীন বৃদ্ধি, ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।’
একইসঙ্গে, কর্মীদের সাথে বৈঠকে গুগলের চিফ পিপল অফিসার ফিওনা সিকোনি (Fiona Cicconi) বলেন, গুগলের কর্মীবাহিনীর আকার তুলনামূলকভাবে ছোট রাখতে বাধ্য করেছে সংস্থার কর্মকর্তাদের সিদ্ধান্ত।
তিনি বলেন,'একটি আদর্শ ক্ষেতে প্রয়োজনীয় অনেক ম্যানেজার দরকার হত। কিন্তু, আমাদের গুগলে ৩০,০০০-এরও বেশি ম্যানেজার আছে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন