ভারতে কর্মসংস্থানের গতিপ্রকৃতি খুব একটা ভালো নয়। বিশেষ করে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। জানা যাচ্ছে, গত এক বছরের তুলনায় অক্টোবর মাসে ভারতের আইটি (IT) সেক্টরে নিয়োগ কমেছে ১৮ শতাংশ। মঙ্গলবার, ‘নকরি জব-স্পিক ইনডেক্স’ (Naukri JobSpeak index) -র এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
তথ্য প্রযুক্তি শিল্পের ভূমিক্ষেত্র- বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং পুনেতে কর্মী নিয়োগ হ্রাসের এই প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে কেবল- তথ্য প্রযুক্তি (IT) নয়, টেলিকম এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে নিয়োগের মাত্রা কমে এসেছে।
একইসঙ্গে জানা যাচ্ছে- অক্টোবরে ভারতে উৎসবের মরসুমেও, বীমা সেক্টর নিয়োগের ধারা বজায় ছিল। বড় বড় সংস্থাগুলিতে পেশাদারদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায়- এই সেক্টরে নিয়োগের ধারা উল্লেখযোগ্য ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, BFSI, তেল সংস্থা, ভ্রমণ এবং পরিষেবা সেক্টর, রিয়েল এস্টেট এবং অটো সেক্টরে নিয়োগের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
নকরি ডট কম (Naukri.com)-এর চিফ বিজনেস অফিসার পবন গয়াল (Pawan Goyal) বলেন, ‘উৎসবের মরসুমে কর্মী নিয়োগের অনুপাতও সাময়িক হ্রাস পেয়েছে। এটি প্রত্যাশিত ছিল। তবে আপনি যদি- গত বছরের উত্সব মরসুমের (২০২১ সালের নভেম্বর মাস) সঙ্গে তুলনামূলক তথ্য দেখেন- তাহলে এটি ১৩ শতাংশ এগিয়ে রয়েছে। যা সকলকে একটি আশার আলো দেখায়।’
জানা যাচ্ছে, কলকাতা এবং মুম্বাইয়ে কর্মী নিয়োগের মাত্রা বেড়েছে। অন্যদিকে, দিল্লীতে নিয়োগের ধারা থমকে গেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন