ভয়াবহ সৌরঝড়ের প্রভাব পড়তে চলেছে পৃথিবীতে। যার ফলে বিচ্ছিন্ন হতে পারে ইন্টারনেট পরিষেবা ও জিপিএস ব্যবস্থা। এমনটাই জানাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, গত সপ্তাহের পর ফের সৌরঝড়ের আশঙ্কা রয়েছে। তবে এবারের সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল দেখা দিতে পারে। যার ফলে ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হতে পারে। এমনটা হলে বেশ কিছুক্ষণের জন্য অচল হয় যেতে পারে পৃথিবী।
সৌরঝড়ের সময় সূর্যের কেন্দ্রে বিরাট চৌম্বকীয় তরঙ্গ ও প্লাজমা মিলে বিস্ফোরণ ঘটায়। সূর্যে মধ্যে থাকা সৌরপদার্থগুলি মহাকাশের চারিদিকে ছড়িয়ে পড়ে। পৃথিবীর মতো অন্যান্য গ্রহেও এর প্রভাব পড়তে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০ এপ্রিল একটি সৌরঝড়ের প্রভাব পৃথিবীতে পড়েছিল। মূলত ভারত মহাসাগরের ওপর প্রভাব বেশি পড়েছিল। সেই সময়ও ইন্টারনেট পরিষেবায় প্রভাব পড়েছিল। তবে বেশীক্ষণ স্থায়ী হয়নি। কিন্তু ভবিষ্যতে যে সৌরঝড়ের কথা বলা হচ্ছে তাতে আরও বেশি ক্ষতি হতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন