প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম মার্কিন দৈনিক ‘নিউইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনে উল্লেখিত ‘পেগাসাস স্পাইওয়্যার’ নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করে বলেছেন যে, সরকার ২০২৪ সালের নির্বাচনের আগে দ্বিগুণ খরচে নতুন স্পাইওয়্যার পেতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং, যিনি নিউ ইয়র্ক টাইমকে ‘সুপারি মিডিয়া’ বলে উল্লেখ করেছেন, তাঁকেও কটাক্ষ করেছেন। তিনি বলেন – “সন্দেহ হয় যে তিনি ওয়াটারগেট কেলেঙ্কারি এবং পেন্টাগন পেপারস ফাঁসে সংবাদপত্রের ভূমিকা জানেন কিনা, যদি তিনি ইতিহাস পড়তে না চান তবে তিনি অন্তত সিনেমা দেখতে পারেন!”
প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুর দিকে, নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে, মোদী সরকার ২০১৭ সালে “সেন্ট্রপিসেস” হিসাবে পেগাসাস স্পাইওয়্যার এবং অন্যান্য সামরিক প্রযুক্তি কিনেছিল। একটি প্যাকেজের মাধ্যমে “প্রায় $২ বিলিয়ন মূল্যের অস্ত্র এবং গোয়েন্দা নজরদারি সরঞ্জাম” কেনা হয়েছিলো প্রধানমন্ত্রী মোদীর ইজরায়েল সফরের সময়।
‘দ্য ব্যাটল ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল সাইবারওয়েপন’ শিরোনামের প্রতিবেদনে ২০১৭ সালের জুলাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েল সফরের কথা উল্লেখ করে বলা হয়েছে – এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইজরায়েল সফর। এটি ভারতের জন্যও প্রথম ছিল, কারণ ঐতিহ্যগতভাবে ভারত প্রথম থেকেইপ্যালেস্টাইনকে সমর্থন করে আসছে।
চিদাম্বরম ট্যুইট করে লিখেছেন – “শেষ চুক্তিটি ছিল ২ বিলিয়ন ডলারের। ভারত এবার আরও ভাল করতে পারে। যদি আমরা ২০২৪ সালের নির্বাচনের আগে আরও অত্যাধুনিক স্পাইওয়্যার পাই, তাহলে আমরা তাদের ৪ বিলিয়ন ডলারও দিতে পারি।” দ্বিতীয় ট্যুইটে তিনি কটাক্ষ করে লিখেছেন – “প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত-ইজরায়েল সম্পর্কের নতুন লক্ষ্য নির্ধারণের এটাই সেরা সময়। তাই এটা ইজরায়েলকে জিজ্ঞাসা করার সেরা সময়, তাদের কাছে পেগাসাস স্পাইওয়্যারের কোন ‘উন্নত সংস্করণ’ আছে কিনা!”
ভি কে সিং –এর ‘সুপারি মিডিয়া’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন – “মন্ত্রী ভি কে সিং নিউ ইয়র্ক টাইমসকে ‘সুপারি মিডিয়া’ বলেছেন। তিনি কী সেই ব্যক্তি, যিনি একসময় ভারতীয় মিডিয়াকে একসময় ‘প্রেস্টিটিউট’ বলেছিলেন? তিনি কি কখনও নিউইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্টের মতো সংবাদপত্র পড়েছেন?”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন