IMD: ১২৪ বছরে উষ্ণতম অক্টোবরের সাক্ষী ভারতবাসী! নভেম্বরেও শীতের দেখা মিলবে না, রিপোর্ট মৌসম ভবনের

People's Reporter: অক্টোবর মাসে দেশে গড় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২৬.৯২ ডিগ্রি সেলসিয়াসে। ১৯০১ সালের অক্টোবরে দেশের গড় তাপমাত্রা ছিল ২৫.৬৯ ডিগ্রি সেলসিয়াস।
IMD: ১২৪ বছরে উষ্ণতম অক্টোবরের সাক্ষী ভারতবাসী! নভেম্বরেও শীতের দেখা মিলবে না, রিপোর্ট মৌসম ভবনের
ছবি - প্রতীকী
Published on

১২৪ বছর পর উষ্ণতম অক্টোবরের সাক্ষী থাকলো ভারতবাসী। আবহাওয়া দপ্তরের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এবছর অক্টোবর মাসে প্রতিদিন গড়ে স্বাভাবিকের থেকে ১.২৩ ডিগ্রি বেশি তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। ১৯০১ সালের পর থেকে এটিই ছিল ভারতের উষ্ণতম অক্টোবর।

দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ভারতের আবহাওয়া দপ্তরের (IMD) ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি বলেন, পশ্চিমী ঝঞ্ঝার অভাবে এবং বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের কারণে উষ্ণ বাতাস প্রবেশ করার জন্য আবহাওয়ার পরিবর্তন হয়েছে। এই দুইয়ের কারণে অক্টোবর মাসে দেশে গড় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২৬.৯২ ডিগ্রি সেলসিয়াসে। ১৯০১ সালের অক্টোবরে দেশের গড় তাপমাত্রা ছিল ২৫.৬৯ ডিগ্রি সেলসিয়াস।

তাঁর কথায়, উত্তর-পশ্চিম ভারতে উত্তর-পশ্চিম বাতাস দরকার হয় তাপমাত্রা কমানোর জন্য। কিন্তু এইবছর মৌসুমি বায়ু সক্রিয় ছিল। সেই কারণে তাপমাত্রা কমেনি।

তিনি আরও জানান, এ বছর নভেম্বর মাসে ওতেমন ঠান্ডা পড়বে না। ডিসেম্বর মাসে হালকা ঠান্ডা বাতাস বিচরণ করবে। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসকে শীতের মাস হিসেবে বিবেচনা করা যাবে।

অক্টোবরে গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৯২ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯০১ সালের পর থেকে সর্বোচ্চ। সাধারণত অক্টোবর মাসে স্বাভাবিক তাপমাত্রা থাকে ২৫.৬৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ছিল ২১.৮৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা গড়ে থাকে ২০.০১ ডিগ্রি সেলসিয়াস।

তবে এটা দেশের সার্বিক চিত্র। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলা-সহ বেশ কিছু জায়গায় নভেম্বর থেকেই হালকা শীতের আমেজ অনুভব করা যাবে। আগামী চার দিনে দক্ষিণবঙ্গে, বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে উত্তরের জেলাগুলিতেও। 

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in