শেষ মুহুর্তে বিপত্তি। থমকে গেল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের তৃতীয়বারের মহাকাশ যাত্রা। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে পিছিয়ে গেছে এই অভিযান। আগামী ১০ মে ফের চেষ্টা করা হবে।
বোয়িং স্টারলাইনারের পরীক্ষামূলক অভিষেক অভিযানে মহাকাশের উদ্দেশ্যে সুনীতা উইলিয়ামসের যাত্রা শুরুর কথা ছিল ৭ মে ভারতীয় সময় সকাল ৮ টা ৪ মিনিটে। এই মিশনে তাঁর সঙ্গী বুচ উইলমোর। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ হত। কিন্তু শেষ মুহুর্তে প্রযুক্তিগত ত্রুটির কারণে আপাতত স্থগিত হয়ে গেল অভিযান।
নাসার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, উড়ানের ঠিক ৯০ মিনিট আগে ঘটে বিপত্তি। মহাকাশযানের অক্সিজেন রিলিফ ভালভ, যার মাধ্যমে বায়ুর চাপ নিয়ন্ত্রণ করা হয়, তাতে সমস্যা দেখা দেয়। উড়ানের দ্বিতীয় পর্যায়ে ছিল মহাকাশযানটি। বিপত্তি দেখা দেওয়ায় টেকনিশিয়ান পাঠিয়ে সুনীতা এবং ব্যারিকে নিরাপদে বের করে আনা গিয়েছে মহাকাশযান থেকে।
৫৯ বছর বয়সী সুনীতা এর আগেও দু’বার মহাকাশ অভিযানে গেছেন। একটি অভিযান ২০০৬ সালে এবং অন্যটি ২০১২ সালে। নাসা জানিয়েছে, সুনীতা এখনও পর্যন্ত সর্বমোট ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন। এর আগে তিনি উল্লেখযোগ্য স্পেসওয়াক পরিচালনা করেছিলেন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ও স্টেশন কমান্ডার হিসাবে কাজ করেছেন। এখনও পর্যন্ত সুনীতা সাতবারে ৫০ ঘণ্টা ৪০ মিনিট স্পেসওয়াক করেছেন।
সুনীতা উইলিয়ামসের বাবা দীপক পান্ডে ছিলেন একজন নিউরোঅ্যানাটোমিস্ট। যিনি গুজরাটের মেহসানা জেলার ঝুলাসনে জন্মগ্রহণ করেন। কিন্তু পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং বনি পান্ডেকে বিয়ে করেন। ৫৯ বছর বয়সী সুনীতা মহাকাশচারীর পাশাপাশি একজন ম্যারাথন দৌড়বিদ। অতীতে তিনি ম্যারাথনেও অংশ নিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন