ভারতে বেআইনি ভ‍্যাকসিন ট্রায়ালে একাধিক আদিবাসী কিশোরীর মৃত্যু - বিল গেটসকে গ্রেফতারের দাবি

ট‍্যুইটারে গতকাল ট্রেন্ডিং-এ ছিলো #ArrestBillGates। বিল‌ গেটসের NGO ২০০৯ সালে ভ‍্যাকসিনেশন ট্রায়ালের নামে ভারতের একাধিক আদিবাসী কিশোরীকে হত‍্যা করেছে, সম্প্রতি এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়।
ভারতে বেআইনি ভ‍্যাকসিন ট্রায়ালে একাধিক আদিবাসী কিশোরীর মৃত্যু - বিল গেটসকে গ্রেফতারের দাবি
ছবি সৌজন্য - ট্রাইবাল আর্মি ট্যুইটার
Published on

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে গ্রেফতারের দাবি উঠলো ভারতে। ভারতের ট‍্যুইটারে গতকাল ট্রেন্ডিং-এ ছিলো #ArrestBillGates। অভিযোগ - বিল‌ গেটস এবং তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসের এনজিও ২০০৯ সালে বেআইনি ভ‍্যাকসিনেশন ট্রায়ালে ভারতের একাধিক আদিবাসী কিশোরীকে হত‍্যা করেছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এর পরই বিল গেটসের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ।

গত ২৫ মে The GreatGameIndia-র প্রকাশ করা আর্টিকল - "How Bill Gates Funded NGO PATH Killed Tribal Girls In India In Unaudited Clinical Trials" এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই প্রতিবেদনে বলা হয়েছে, বিল অ‍্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন (BMGF) দ্বারা পরিচালিত ওয়াশিংটনের সিয়াটেলে অবস্থিত একটি এনজিও, PATH (Program for Appropriate Technology in Health), ২০০৯ সালে সার্ভিকাল (ঘাড় সম্বন্ধীয়) ক‍্যান্সার প্রতিরোধে একটি ভ‍্যাকসিনের ক্লিনিক‍্যাল ট্রায়াল শুরু করে ভারতে। জার্মান সংস্থা মার্কের (Merck) তৈরি Human Papillomavirus বা HPV ভ‍্যাকসিন নামের ওই ভ‍্যাকসিন প্রয়োগের জন্য তেলেঙ্গানার খাম্মাম জেলার কোয়া উপজাতির ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বেছে নেয় এনজিও-টি। ১৪ হাজার কিশোরীকে এই ভ‍্যাকসিন প্রয়োগ করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ভ‍্যাকসিন প্রয়োগের পর একাধিক কিশোরী অসুস্থ হয়ে পড়ে। বিভিন্নরকম শারীরিক সমস্যা দেখা দেয় তাদের। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভ‍্যাকসিন প্রয়োগের জন্য সরকার পরিচালিত হোস্টেলে থাকা কিশোরীদের বেছে নেওয়া হয়েছিল, যাতে তাদের অভিভাবকরা এই ভ‍্যাকসিন প্রয়োগের বিষয়ে কিছু জানতে না পারেন। এমনকি ভ‍্যাকসিন প্রয়োগের পরও অভিভাবকরা কিছু জানতে পারেননি। এঁরা প্রত‍্যেকেই অত‍্যত গরীব।

ভারত ছাড়াও ভিয়েতনাম,‌ পেরু, উগান্ডার দরিদ্র উপজাতিদের মধ্যে HPV ভ‍্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। তবে সব জায়গায় মার্ক কোম্পানির তৈরি ভ‍্যাকসিন প্রয়োগ করা হয়নি। তবে সব ভ‍্যাকসিনেরই একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল, যার মধ্যে ৭৭২টি অত‍্যন্ত গুরুতর। ভ‍্যাকসিন প্রয়োগের পর মোট ৩২ জনের মৃত্যু হয়েছিল।

এই খবর প্রকাশ‍্যে আসার পর বিল গেটসের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন একাধিক ভারতীয়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in