HDFC: ডার্ক ওয়েবে ৬ লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস! মানতে নারাজ HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষ

প্রাইভেসি এফেয়ার্স (www.privacyaffairs.com) ওয়েবসাইট বলা হয়েছে, ‘এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের যে তথ্য হ্যাকার ফোরামে পোস্ট করা হয়েছে তা আসল বলে মনে হচ্ছে।’
HDFC: ডার্ক ওয়েবে ৬ লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস! মানতে নারাজ HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষ
ফাইল চিত্র
Published on

ভারতের অন্যতম বেসরকারী ব্যাঙ্ক - এইচডিএফসি (HDFC)। সেই ব্যাঙ্কেরই প্রায় ৬ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে - ডার্ক ওয়েবে (Dark Web)। চাঞ্চল্যকর এই রিপোর্ট সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার, ব্যাঙ্ক কর্তৃপক্ষ দাবি করেছে, তাঁদের গ্রাহকের কোনও তথ্যই ফাঁস হয়নি।

প্রাইভেসি এফেয়ার্স (www.privacyaffairs.com) ওয়েবসাইট বলা হয়েছে, ‘এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের যে তথ্য হ্যাকার ফোরামে পোস্ট করা হয়েছে তা আসল বলে মনে হচ্ছে।’

তবে, এই তথ্য সঠিক নয় বলে দাবি করেছে এইচডিএফসি (HDFC)। মঙ্গলবার, এইচডিএফসি ব্যাঙ্ক কেয়ারস টুইটার হ্যান্ডেলে জানান হয়েছে, ‘আমরা বলতে চাই যে এইচডিএফসি ব্যাঙ্কে কোনও ডেটা ফাঁস হয়নি এবং আমাদের সিস্টেমগুলি কোনও অননুমোদিত উপায়ে লঙ্ঘন বা অ্যাক্সেস করা হয়নি। আমরা আমাদের সিস্টেমের প্রতি আস্থাশীল।’

এইচডিএফসি ব্যাঙ্কের পক্ষ থেকে আরও বলা হয় যে, ‘তবে আমরা আমাদের গ্রাহকদের ডেটা সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমরা ডেটা নিরাপত্তা এবং নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করতে ব্যাঙ্ক সিস্টেম এবং ইকোসিস্টেম পর্যবেক্ষণ করা চালিয়ে যাব।’

রিপোর্টে বলা হয়েছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের না, ইমেল, ঠিকানাসহ অনেক সংবেদনশীল তথ্য রয়েছে। আর, এই তথ্য প্রকাশ করা হয়েছে একটি জনপ্রিয় হ্যাকার ফোরামে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ‘হ্যাকাররা দাবি করে এই তথ্য তাঁরা পেয়েছে চলতি বছরের মার্চ মাসে। এতে ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সালে মার্চ মাস পর্যন্ত তথ্য রয়েছে।’

প্রসঙ্গত, ১৯৯৪ সালে ভারতে প্রতিষ্ঠিত হয় এইচডিএফসি ব্যাঙ্ক। ভারতে এর সদর দফতর মুম্বাইয়ে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ব্যাঙ্কের প্রায় ১,০০০-এরও বেশি শাখার নেটওয়ার্ক রয়েছে৷

HDFC: ডার্ক ওয়েবে ৬ লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস! মানতে নারাজ HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষ
টুইটারের আয় কমেছে ৪০%, গণহারে কর্মী ছাঁটাই করেও নিস্তার নেই মাস্কের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in