গত ১০ বছরে আইনশৃঙ্খলা ইস্যুতে ইন্টারনেট পরিষেবা স্থগিত করার ক্ষেত্রে দেশের মধ্যে জম্মু ও কাশ্মীরের পরেই দ্বিতীয় স্থান আছে রাজস্থান। Internetshutdown.in পোর্টাল অনুসারে, ভারতে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬৪৩টি ইন্টারনেট বন্ধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে জম্মু ও কাশ্মীর সর্বোচ্চ ৪০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে এবং রাজস্থান ৮৪টি সহ দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ। সেখানে ৩০টি ইন্টারনেট সাসপেনশনের ঘটনা ঘটেছে। হরিয়ানায় ইন্টারনেট বন্ধের ১৭ টি ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গ ১৩টি ঘটনা নিয়ে পঞ্চম স্থানে, বিহারে ১১টি, মহারাষ্ট্রে ১২টি, গুজরাটে ১১টি, মধ্যপ্রদেশে ৮টি, মেঘালয়ে ৮টি এবং অরুণাচল প্রদেশে ৬টি এরকম ঘটনা ঘটেছে৷
অ্যাক্সেস নাও নামক বেসরকারি সংস্থার মতে, "ভারত ২০২১ সালে ১০৬ বার ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে যখন একই বছরে বিশ্বে ১৮২ টি ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছে।"
ইন্টারনেট শাট ডাউন ডট ইন-এর পরিসংখ্যান অনুসারে ২০১৪ সালে দেশের কিছু অংশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিলো ৬ বার। ২০১৫ সালে তা করা হয় ১৪ বার। ২০১৬ সালে তা করা হয় ৩১ বার। ২০১৭ সালে ৫ বার। ২০১৮ সালে ১৩৪ বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিলো। ২০১৯ সালে তা বন্ধ করা হয় ১০৬ বার। ২০২০ সালে দেশের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট বন্ধ হয় ৮৩ বার এবং ২০২১ সালে ১০৬ বার।
যদিও শীর্ষ আদালত জানিয়েছে – ইন্টারনেট ব্যবহার করার অধিকার দেশের নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে করা এক মামলায় ২০২০ সালের ১০ জানুয়ারি শীর্ষ আদালত জানায় – ধারা ১৯ অনুসারে ইন্টারনেট সংযোগ নাগরিকদের মৌলিক অধিকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন