Internet Shut Down: বিশ্বজুড়ে একদিন ইন্টারনেট বন্ধ থাকলে ক্ষতির পরিমাণ কত হতে পারে? কী বলছে সমীক্ষা?

People's Reporter: রিপোর্ট অনুসারে ২০২২ সালে ইন্টারনেট বন্ধ থাকার কারণে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রাশিয়াকে। ক্ষতির পরিমাণ ২১.৫৯ বিলিয়ন ইউ এস ডলার।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বিশ্বজুড়ে যদি একদিন ইন্টারনেট বন্ধ থাকে সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৪৩ বিলিয়ন ইউ এস ডলার। বিশাল অঙ্কের এই ক্ষতির বেশিরভাগই হবে চিন এবং আমেরিকার।

সম্প্রতি অ্যাটলাস ভিপিএন-এর পক্ষ থেকে এক সমীক্ষা করে এই তথ্য জানানো হয়েছে। সমীক্ষার ফলাফল অনুসারে যদি বিশ্বজুড়ে একদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকে সেক্ষেত্রে চিনের ক্ষতি দাঁড়াবে ১০ বিলিয়ন ইউ এস ডলার এবং আমেরিকার ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১১ বিলিয়ন ইউ এস ডলার।

এছাড়াও ইউকে-র ক্ষেত্রে ক্ষতি হবে ৩ বিলিয়ন, জাপানের ২.৭ বিলিয়ন এবং জার্মানিতে এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১.৫ বিলিয়ন ইউ এস ডলার।

ওই রিপোর্ট অনুসারে বিশ্বজুড়ে একদিন ইন্টারনেট বন্ধ থাকলে সবথেকে কম ক্ষতির মুখে পড়বে টুভালু, কিরিবাটি, মার্শাল আইল্যান্ড, নাউরু এবং মাইক্রোনেশিয়ার মত ছোটো দ্বীপরাষ্ট্র।

রিপোর্ট অনুসারে ২০২২ সালে ইন্টারনেট বন্ধ থাকার কারণে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রাশিয়াকে। ক্ষতির পরিমাণ ২১.৫৯ বিলিয়ন ইউ এস ডলার। ২০২২ সালে বিভিন্ন ঘটনায় রাশিয়ায় মোট ৭,৪০৭ ঘণ্টা ইন্টারনেট বন্ধ ছিল। যে ঘটনার রাশিয়ার মোট জনসংখ্যার তিন চতুর্থাংশ মানুষ প্রভাবিত হয়েছেন।

একই বছরে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ভারতের ক্ষতির পরিমাণ ১৮৪.৩ মিলিয়ন ইউ এস ডলার। বিভিন্ন সময় সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ভারতে এই সময় ১২০ মিলিয়ন মানুষ প্রভাবিত হয়েছেন।

২০২২ সালে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইরান, মায়ানমার, কাজাকিস্তান, উজবেকিস্তানের মত দেশগুলোতেও প্রচুর ক্ষতি হয়েছে।

২০২২ সালে পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের সরকারি সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধ থাকার কারণে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৪.৬ বিলিয়ন ইউ এস ডলার। যা ২০২১ সালের তুলনায় ৩৩৭ শতাংশ বেশি।

(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)

ছবি প্রতীকী
Internet Shutdown: ২০১২ থেকে ভারতে ইন্টারনেট বন্ধ হয়েছে ৯৬০ বার, সর্বাধিক কাশ্মীরে!
ছবি প্রতীকী
ইন্টারনেট পরিষেবা বন্ধ করলে 'মৌলিক অধিকার' খর্ব হয়! জানতে চেয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in