চাঁদের পর এবার ইসরোর লক্ষ্য সূর্য। শনিবারই সূর্যের উদ্দেশ্যে রওনা দেবে ভারতের প্রথম সৌরযান ‘আদিত্য L1’। আর প্রতিবারের মতো এবারও মহাকাশ অভিযানের ঠিক আগে তিরুপতির মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা। শুক্রবার আদিত্য L1-এর সাফল্য কামনা করে তিরুপতির চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে পুজো দিলেন ইসরো প্রধান এস সোমনাথ সহ অন্যান্য বিজ্ঞানীরা। প্রসঙ্গত, শনিবার ভারতীয় সময় বেলা ১১.৫০ মিনিটে পৃথিবীর মাটি ছেড়ে উড়ে যাবে আদিত্য L1।
অতীতে প্রায় প্রত্যেকটি মহাকাশ অভিযানের আগেই ইসরোর বিজ্ঞানীরা অভিযানের সাফল্য কামনা করে তিরুপতির মন্দিরে ঈশ্বরের আরাধনা করেছেন। আজও তীরুপতির মন্দিরে পুজো দিলেন স্বয়ং ইসরো প্রধান। এমনকি সৌরযান আদিত্য L1 এর একটি খুদে মডেল তৈরি করে সেটিরও পুজো দেওয়া হয়। উল্লেখ্য, গত ২৩ আগস্ট আমেরিকা, রাশিয়া ও চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি ছুঁয়েছে ভারতের চন্দ্রযান-৩। পাশাপাশি, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অন্ধকারাচ্ছন্ন দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারত।
কিন্তু চাঁদেই থেমে না থেকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানীরা এবার সূর্যের দিকেও হাত বাড়িয়েছেন। শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতের প্রথম সৌরযান ‘আদিত্য L1’। ইসরো সূত্রে খবর, মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে সূর্যের থেকে নির্দিষ্ট দূরত্বে ‘Lagrange point 1’ বা L1-এর কাছাকাছি কোনও এক কক্ষপথে অবস্থান করবে, যেখানে পৃথিবী ও সূর্য উভয়েরই মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে না। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী এমন একটি জায়গায় আদিত্য L1-কে অবস্থান করানো হবে যেখানে দুই বিপরীত মাধ্যাকর্ষণ শক্তির মাঝে জ্বালানি তেলের খরচ কমিয়ে মহাকাশযানটি স্থিতাবস্থা বজায় রাখতে পারে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আরও জানিয়েছে, এই সৌর অভিযানের মূল লক্ষ্য হবে সূর্যের বিভিন্ন ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ এবং মহাজাগতিক আবহাওয়ায় সূর্যের সেই ক্রিয়াকলাপের প্রভাব সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করা। শুক্রবার তিরুপতির মন্দিরে পুজো দিতে এসে ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, “আজ থেকেই আদিত্য L1 উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামীকাল ১১.৫০ মিনিটে আমাদের সৌরযান উৎক্ষেপণ করা হবে। L1 পয়েন্ট পর্যন্ত পৌঁছতে আরও ১২৫ দিন লাগবে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন