ISRO: ভারত মহাকাশ ক্ষেত্রে শিল্পমুখী নীতি নেবে: ইসরো প্রধান ডঃ কে শিবন

দুবাইয়ে এক্সপো ২০২০তে ভারতীয় প্যাভিলিয়নে, 'ফিউচার অব স্পেস - ইন্টারন্যাশনাল পার্টিসিপেশনস অ্যান্ড কোলাবরেশনস' শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও মেসেজে এ কথা বলেন মহাকাশ দফতরের সচিব শিবন।
উদুপিতে কর্ণাটক কৃষ্ণ মঠে ইসরো প্রধান ডঃ কে শিবন
উদুপিতে কর্ণাটক কৃষ্ণ মঠে ইসরো প্রধান ডঃ কে শিবনফাইল ছবি সংগৃহীত
Published on

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান ডঃ কে শিবন রবিবার বলেছেন,ভারত মহাকাশ ক্ষেত্রে চলতি নীতি পুনর্বিবেচনা করছে এবং শিল্পমহলে অংশগ্রহণ বৃদ্ধি করতে নতুন নীতি তৈরির প্রক্রিয়া চালাচ্ছে।

দুবাইয়ে এক্সপো ২০২০তে ভারতীয় প্যাভিলিয়নে, 'ফিউচার অব স্পেস - ইন্টারন্যাশনাল পার্টিসিপেশনস অ্যান্ড কোলাবরেশনস' শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও মেসেজে এ কথা বলেন মহাকাশ দফতরের সচিব শিবন।

তাঁর কথায় মহাকাশ ক্ষেত্রে সাম্প্রতিক সংস্কারের ফলে বেসরকারি ক্ষেত্র এখন থেকে আর শুধু সরবরাহকারী নয়, তারা এখন প্রক্রিয়ার অংশীদার। তিনি জানিয়েছেন মহাকাশ ক্ষেত্র অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভারত যেখানে আন্তর্জাতিক সহযোগিতা চায়।

শিবন বলেন, 'আমার আশা মহাকাশ সহযোগিতা আরও শক্তিশালী হবে বাণিজ্যিক ও প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে।' তিনি এও জানান, ভারতীয় শিল্পকে আন্তর্জাতিক স্তরে মহাকাশক্ষেত্রে আরও বড় ভূমিকা নিতে হবে।'

ভারত বিশ্ব বাজারে মহাকাশক্ষেত্র বাড়ানোর পরিকল্পনা করছে। ভবিষ্যতে দেশকে ইকোনমিক স্পেস হাব করে তোলার লক্ষ্যে সম্প্রতি নতুন শিল্প সংস্থা ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন (ইস্পা) তৈরি করা হয়েছে।

শিবন বলেন যে সরকার মহাকাশ ক্ষেত্রে বেসরকারি সংস্থাকে আমন্ত্রণ জানাবে খোলা মনে এবং ইসরো স্টার্টআপস আর শিল্পের সঙ্গে গাঁটছড়া বাঁধছে।

তিনি বলেন,'ভারত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহ আন্তর্জাতিক সহযোগিতার ওপর নজর দিচ্ছে।'

সাম্প্রতিক অতীতে ইসরো দেশে স্পেস স্টার্টআপসদের উৎসাহ দিতে নীতি আয়োগ এবং শিল্পপ্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতরের সঙ্গে হাত মিলিয়েছে।.

তবে শিবন জোর দিয়েছেন নিরাপদ বাহিরমহাকাশের উপর এবং তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ দায়িত্বের উপর।

দুবাই এক্সপো ২০২০ শুরু হয়েছে ১অক্টোবর থেকে চলবে আগামী বছর ৩১মার্চ পর্যন্ত ছমাস ধরে। অংশগ্রহণকারী ১৯২টি দেশের মধ্যে ভারতের প্যাভিলিয়ন সবচেয়ে বড়।ভারতের ১৫টি রাজ্য নটি কেন্দ্রীয় মন্ত্রক এক্সপোয় অংশ নিচ্ছে।

ভারতীয় প্যাভিলিয়নে অভিনব কাইনেটিক ফাসাদ করা হয়েছে ৬০০ আলাদা আলাদা রংচঙে ব্লক দিয়ে। এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটা প্যানেল ঘুরবে এবং নানা দিক থেকে নানা বিষয় ধরা পড়বে। ফুটে উঠবে থিম 'ইন্ডিয়া অন দি মুভ'। দেশের মূল্যবান ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির উন্নতির মিশ্রণ।

- with Agency Input

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in