Chandrayaan-3: ইতিহাস গড়তে চলেছে ISRO, চাঁদের মাটিতে এবার চন্দ্রযান-৩!

সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ জুলাই শ্রীহরিকোটা থেকে ভারতীয় সময় দুপুর ২.৩০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে যানটি।
Chandrayaan-3: ইতিহাস গড়তে চলেছে ISRO, চাঁদের মাটিতে এবার চন্দ্রযান-৩!
ছবি - ইসরো ট্যুইটার
Published on

ব্যর্থতা ভুলে ফের চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ পাঠাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ জুলাই শ্রীহরিকোটা থেকে ভারতীয় সময় দুপুর ২.৩০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে যানটি।

ইসরো সূত্রে খবর, চন্দ্রযান-২ এর মতো এই মিশনটা বিফলে যাবে না। প্রচুর পরীক্ষা ও গবেষণা করে ভুলগুলি সংশোধন করে চন্দ্রযান-৩ লঞ্চ করা হবে। চাঁদের দক্ষিণ মেরুর ৭০ ডিগ্রি অক্ষাংশে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভারটি নামবে। মূলত সফট ল্যান্ডিং-র বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। আর এই অভিযান যদি সফল হয় তাহলে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারত চতুর্থ দেশ হিসেবে সফট ল্যান্ডিং-র রেকর্ড গড়বে।

এর আগে চন্দ্রযান-২ এর সময় সফট ল্যান্ডিং-এ ব্যর্থ হয় ভারত। ভারতের পর ইজরায়েল ও জাপান চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং-র চেষ্টা করে। কিন্তু তা হয়নি। অনুমান করা হচ্ছে ১৩ জুলাইয়ে লঞ্চ হওয়ার পর ২৩ আগস্ট চাঁদের মাটিতে ল্যান্ড করতে পারে যানটি

ইসরোর এক আধিকারিক বলেন, চন্দ্রযান-৩ এর ল্যান্ডার রোভারের মধ্যে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। প্রায় একই আছে বললেও ভুল হবে না। তবে সফল ল্যান্ডিং-র কথা ভেবে অতিরিক্ত সেন্সর লাগানো হয়েছে। সেন্সরগুলি প্রতিমুহূর্তে বার্তা দেবে যে অভিযান কোন পথে এগোচ্ছে।

সূত্র মারফত জানাচ্ছে, চন্দ্রযান-৩ এর জন্য খরচ হয়েছে ৬০০ কোটি টাকার একটু বেশি। ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। কিন্তু চাঁদের মাটি থেকে ২.১ কিমি আগেই চন্দ্রযানটি ভেঙে পড়ে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে নজর রাখছেন বিজ্ঞানীরা।

Chandrayaan-3: ইতিহাস গড়তে চলেছে ISRO, চাঁদের মাটিতে এবার চন্দ্রযান-৩!
মহাকাশে মহাকাশচারীদের ঘাম ও মূত্র থেকেই পুনরুদ্ধার করা যাবে পানীয় জল, নতুন মাইলস্টোন নাসার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in