Kerala: ছাঁটাই-এর আতঙ্ক, শ্রমমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা BYJU কর্মীদের

মঙ্গলবার তিরুবনন্তপুরমে সংস্থার কর্মচারীদের পক্ষ থেকে এই অভিযোগ আসার পর বিতর্ক আরও বেড়েছে। অভিযোগ, প্রায় ১৭০ জনকে কোম্পানি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে।
কেরালার শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিওয়াইজেইউ কর্মীরা
কেরালার শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিওয়াইজেইউ কর্মীরাছবি ভি শিভানকুট্টির ফেসবুক পেজের সৌজন্যে
Published on

এডটেক ইউনিকর্ন বিওয়াইজেইউ'র বিরুদ্ধে সংস্থা থেকে কর্মীদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ উঠলো। মঙ্গলবার তিরুবনন্তপুরমে সংস্থার কর্মচারীদের পক্ষ থেকে এই অভিযোগ আসার পর বিতর্ক আরও বেড়েছে। অভিযোগ, প্রায় ১৭০ জনকে কোম্পানি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে।

এক আইটি পেশাদারদের পোর্টাল ‘প্রতিধ্বনি’ এই বিষয়ে সোচ্চার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উত্থাপিত বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে কেরালার শ্রমমন্ত্রী ভি. শিভানকুট্টির সঙ্গে দেখা করা হয়৷ মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে সংস্থার কর্মচারী ও প্রতিধ্বনির প্রতিনিধিরাও দেখা করেন।

BYJU কর্মীদের পদত্যাগ করতে বাধ্য করবে না তা নিশ্চিত করার পাশাপাশি, সংস্থার কর্মীদের জন্য কোম্পানির অবসর নীতি সংশোধনের দাবি জানিয়েছে।

কর্মচারীরা ১ নভেম্বর তাদের অক্টোবর ২০২২ সালের বেতন প্রদান নিশ্চিত করার পাশাপাশি, এককালীন নিষ্পত্তি হিসেবে তিন মাসের বেতন, জমা ছুটির নগদকরণ এবং পরিবর্তনশীল বেতনের সম্পূর্ণ নিষ্পত্তি দাবি করেছে।

তিরুবনন্তপুরমের প্রায় ১৭০ জন কর্মীদের মতে, বাইজু, টেকনোপার্কে অবস্থিত তার অফিস সহ, রাজ্য সদর দফতরে তাদের কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা করেছে।

শিভানকুট্টি, তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন: "টেকনোপার্ক তিরুবনন্তপুরম থেকে BYJU-এর অ্যাপের কর্মীরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কর্মচারীদের চাকরি হারানো সহ বহু অভিযোগ রয়েছে। শ্রম বিভাগ এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করবে।"

২০২১ আর্থিক বছরে ৪,৫০০ কোটি টাকা লোকসানের সাথে, BYJU সাম্প্রতিক সময়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। কোম্পানিটি সম্প্রতি কর্মীবাহিনী কমানো সহ খরচ কমানোর ব্যবস্থা ঘোষণা করেছে।

কেরালার শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিওয়াইজেইউ কর্মীরা
‘২৫০০ কর্মী ছাঁটাই! অর্থাৎ ১০ হাজার জীবন প্রভাবিত’ - Byju’s-এর ছাঁটাই নিয়ে উদ্বিগ্ন সুনীল শেঠি
কেরালার শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিওয়াইজেইউ কর্মীরা
Byju's Lay Off: মাত্রা ছাড়াচ্ছে মন্দা, একসঙ্গে ২৫০০ কর্মী ছাঁটাইয়ের পথে বাইজুস!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in