কেরালা আগামি পাঁচ বছরে ১৫,০০০ টিরও বেশি স্টার্টআপ এবং ২০০,০০০ কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শনিবার এমনটাই জানিয়েছেন। কেরালা স্টার্টআপ মিশন (কেএসইউএম) আয়োজিত ‘হাডল গ্লোবাল ২০২২’-র তৃতীয় সংস্করণ উদ্বোধন করার সময় তিনি এ কথা জানিয়েছেন তিনি।
‘হাডল গ্লোবাল ২০২২’ এমন একটি প্যাটফর্ম যেখানে স্টার্টআপগুলিকে তাদের তৈরি জিনিসকে উদ্যোগপতিদের সামনে তুলে। কেরালা স্টার্টআপ মিশন (কেএসইউএম) কেরালা সরকারের একটি নোডাল এজেন্সি। এই পুরো প্রক্রিয়াটাই তারা পরিচালনা করে।
পিনারাই বিজয়ন বলেন – “স্টার্টআপগুলি দেশের ভবিষ্যত, কেরালা সঠিক ইকোসিস্টেম প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের স্টার্টআপগুলি ২০১৫ সাল থেকে ইকুইটি বিনিয়োগ হিসাবে ৩,২০০ কোটি টাকা সংগ্রহ করেছে। কোচিতে ‘প্রযুক্তি উদ্ভাবন অঞ্চল’ তৈরি করার পাশাপাশি সরকার তিরুবনন্তপুরমেও একই ধরনের পরিকাঠামো গড়ে তোলার কথা বিবেচনা করছে।”
স্টার্টআপ ইন্ডিয়া র্যাঙ্কিং কেরালাকে স্টার্টআপ পরিবেশের জন্য ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে। কেরালার শিল্প ও আইনমন্ত্রী, পি রাজীবের কথায়, “কেরালা স্টার্টআপগুলির জন্য একটি আদর্শ মডেল তৈরি করেছে। KSUM রাজ্যের পাশাপাশি সারা দেশে স্টার্টআপকে শক্তিশালী করার জন্য বিশ্বের বিভিন্ন উদ্যোক্তাদের আহ্বান জানাচ্ছে।”
ইতিমধ্যেই কেরালা স্টার্টআপ মিশন (KSUM) বিশ্বব্যাপী স্টার্টআপ নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রযুক্তি সংস্থা Google-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। স্থানীয় স্টার্টআপগুলি যাতে Google-এর প্রশিক্ষন প্রোগ্রামের সুবিধা নিতে পারে, সেই জন্যই এই উদ্যোগ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন