তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ঝড়ের গতিতে বাড়ছে কর্মী ছাঁটাই। layoff.fyi-এর সাম্প্রতিক তথ্য অনুসারে ২০২৪ সালের প্রথম ৪ মাসে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই হয়েছে ৮০ হাজারের বেশি কর্মী এবং ছাঁটাই প্রক্রিয়া লাগাতার চলছে।
layoff.fyi-এর সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৪-এর জানুয়ারি থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত বিশ্বের ২৮১টি তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে ছাঁটাই হয়েছে ৮০,৬২৮ জন কর্মী।
এর আগে ২০২২ এবং ২০২৩ সালে বিশ্বজুড়ে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে ছাঁটাই হয়েছেন ৪,২৫,০০০ কর্মী। ২০২২-এর অনুপাতে ২০২৩-এ প্রায় ৫৯% বেশি কর্মী ছাঁটাই হয়েছেন।
অতি সম্প্রতি মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা স্প্রিঙ্কলার থেকে ছাঁটাই হয়েছে ১১৬ জন কর্মী। এছাড়াও ফিটনেস সংস্থা পরামর্শদাতা সংস্থা পেলোটন থেকে এই সপ্তাহেই মোট কর্মী বাহিনীর ১৫ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় ৪০০ কর্মী এই সপ্তাহেই কাজ হারাতে চলেছেন।
রিপোর্ট অনুসারে, গুগল-এর কোর টিম থেকেও সম্প্রতি ২০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
এলন মাস্ক-এর সংস্থা টেসলা থেকে সম্প্রতি ছাঁটাই হয়েছেন ১০০-র বেশি কর্মী। কয়েক সপ্তাহ আগেই টেসলা থেকে তাদের মোট কর্মী বাহিনীর ১০ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়েছে। এই সংস্থায় মোট কর্মী সংখ্যা ছিল ১৪ হাজার। জানা গেছে টেসলার চার্জিং টিমের সমস্ত সদস্যকেই ধীরে ধীরে লে অফের আওতায় আনা হবে।
ভারতের ক্ষেত্রে পরিবহন সহায়ক সংস্থা ওলা থেকেও মোট কর্মী বাহিনীর ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাকে ঢেলে সাজানোর জন্য এই ছাঁটাই প্রক্রিয়া চলবে।
২০২৩-এর জানুয়ারীতে ছাঁটাই হন ৮৯,৭০৯ জন কর্মচারী। ফেব্রুয়ারীতে ৩৯,৯০২ জন, মার্চ মাসে ৩৭,৯৬৩ জন, এপ্রিল মাসে ২০,১০০ জন, মে মাসে ১৫,১২৭ জন, জুন মাসে ১১,২০৬ জন, জুলাই মাসে ১০,৬৫০ জন, আগস্ট মাসে ১০,১৭৮ জন, সেপ্টেম্বর মাসে ৪,৭০৭ জন, অক্টোবর মাসে ৮,৩৭৩ জন, নভেম্বর মাসে ৬,৯৫৬ জন এবং ডিসেম্বর মাসে ৭,১৮৯ জন কর্মী ছাঁটাই হয়েছে।
- With IANS inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন