অ্যালফাবেট ইঙ্ক-স-এর (Alphabet Inc.'s) গুগল থেকে ছাঁটাই কয়েকশো কর্মী। ছাঁটাই করা হয়েছে হার্ডওয়ার, ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং টিম থেকে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে খরচ কমাতে এই ছাঁটাই চলবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যারা ভয়েস-ভিত্তিক গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অগমেন্টেড রিয়েলিটি হার্ডওয়্যার টিমে কাজ করতেন এবারের ছাঁটাইয়ের কোপ পড়েছে তাঁদের ওপরেই। কোম্পানির কেন্দ্রীয় প্রকৌশল সংস্থার কর্মীরাও এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন।
গুগলের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, "২০২৩ সালের দ্বিতীয়ার্ধ জুড়ে, আমাদের বেশ কয়েকটি টিমে আরও দক্ষতার সঙ্গে আরও ভালোভাবে কাজ করার জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। কিছু টিমে এই ধরণের সাংগঠনিক পরিবর্তনগুলি চালিয়ে যাওয়া হচ্ছে, যার ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু পদের বিলুপ্তি ঘটানো হচ্ছে।
Semafor এক প্রতিবেদনে প্রথম Google সহকারী দলকে ছাঁটাইয়ের কথা জানায়। এরপর 9to5Google তাদের প্রতিবেদনে হার্ডওয়্যার টিম পুনর্গঠনের কথা জানিয়েছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের ছাঁটাই হবার খবর পাঠানো শুরু হয়েছে এবং তাঁরা Google-এ অন্য কোনও বিভাগে পদ থাকলে আবেদন করার সুযোগ পাবেন।
গুগলে কর্মী ছাঁটাইয়ের পর সংস্থায় কর্মীদের প্রতিনিধিত্বকারী অ্যালফাবেট ওয়ার্কার্স ইউনিয়ন, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে এই ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়েছে।
এক্স হ্যান্ডেলের ওই বিবৃতিতে কর্মচারী ইউনিয়ন জানিয়েছে, "আমাদের সদস্যরা এবং সতীর্থরা আমাদের ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত পণ্য তৈরি করতে প্রতিদিন কঠোর পরিশ্রম করে এবং তার বিনিময়ে সংস্থা প্রত্যেক ত্রৈমাসিকে বিলিয়ন ডলার উপার্জন করে। এই পরিস্থিতিতে সংস্থা আমাদের সহকর্মীদের বরখাস্ত করতে পারে না।" "আমাদের চাকরির নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে!"
- with Agency Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন