বিগ টেক সংস্থা থেকে স্টার্ট আপ – ২০২৩ সাল তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীদের জন্য এখনও পর্যন্ত দুঃস্বপ্নের বছর। এই বছরের প্রথম কয়েক মাসেই এখনও পর্যন্ত বিশ্বজুড়ে কর্মহীন হয়েছেন প্রায় ২ লক্ষ কর্মী। এছাড়াও মেটা, ভোডাফোন, বিটি-র মত সংস্থা আরও ছাঁটাইয়ের পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে।
Layoffs.fyi-এর তথ্য অনুসারে ২০২৩ সালে এখনও পর্যন্ত ৬৯৫টি তথ্যপ্রযুক্তি সংস্থা ১.৯৮ লক্ষ কর্মচারীকে ছাঁটাই করেছে। ২০২২ সালে ১,০৪৬টি তথ্যপ্রযুক্তি সংস্থা ছাঁটাই করেছিল ১.৬১ লক্ষ কর্মচারীকে।
২০২৩ সালের জানুয়ারি মাসেই বিশ্বজুড়ে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে ছাঁটাই হয়েছিল ১ লক্ষের বেশি কর্মচারী। যে তালিকায় শীর্ষে ছিল অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, সেলসফোর্স প্রভৃতি সংস্থা।
তথ্য অনুসারে ২০২২ সালের শুরু থেকে ২০২৩ সালের মে মাসের বর্তমান সময় পর্যন্ত বিশ্বের বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে ছাঁটাই হয়েছে ৩.৬ লক্ষ কর্মচারী।
বিভিন্ন সংস্থা কর্মচারী ছাঁটাই-এর পক্ষে একাধিক যুক্তি দেখিয়েছে। যার মধ্যে আছে বেশি মাত্রায় কর্মী নিয়োগ, বিশ্বের অর্থনৈতিক দোলাচল, কোভিড-১৯-এর ফলে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়া ইত্যাদি।
মেটা জানিয়েছে আগামী সপ্তাহ থেকেই সংস্থাতে আরও ছাঁটাই শুরু হবে। যা এই নিয়ে এই বছরে সংস্থায় তৃতীয়বার কর্মী ছাঁটাই। এখনও পর্যন্ত কত কর্মী ছাঁটাই করা হবে সে বিষয়ে নিশ্চিত করে না জানালো হলেও সূত্র অনুসারে এই ধাপে মেটা প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে।
এই মাসেই অ্যামাজন ইন্ডিয়া ৪০০ থেকে ৫০০ কর্মীকে ক্লাউড ডিভিসন এডব্লুএস থেকে ছাঁটাই করেছে। ফিনটেক সংস্থা জেপজ ছাঁটাই করেছে তাদের মোট কর্মী বাহিনীর ২৬ শতাংশ বা ৪২০ জন কর্মী।
যুক্তরাজ্যের বৃহত্তম টেলিকম সংস্থা বিটি গ্রুপ ইতিমধ্যেই এই দশকের মধ্যে ৫৫ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে।
এছাড়াও আগামী ৩ বছরের মধ্যে ভোডাফোন থেকে ছাঁটাই হতে চলেছেন ১১ হাজার কর্মী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন