সময় ভালো যাচ্ছে না বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থায়। নতুন বছরে দ্রুত গতিতে বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। মাত্র দেড় মাসের মধ্যে বিশ্বে কর্মী ছাঁটাই হয়েছে ১ লক্ষের অধিক। যার অর্থ, লকডাউন পরবর্তীকালে যে কর্মী ছাঁটাই শুরু হয়েছিল, সেই ধারা এখনও চলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামীতে এই কর্মী ছাঁটাইয়ের প্রভাব মারাত্মক হতে পারে।
প্রযুক্তি ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের ক্রাউডসোর্স ডাটাবেস (layoffs.fyi)-এর তথ্য অনুসারে জানা গেছে, ২০২৩ সালে বিশ্বের প্রায় ৩৪০টি প্রযুক্তি কোম্পানিতে এ পর্যন্ত ১ লক্ষ ১ হাজার ৮০৭ কর্মী ছাঁটাই হয়েছে। বিশ্বজুড়ে মন্দার জেরে, ব্যয় সংকোচনের পন্থা হিসাবে এই কর্মী ছাঁটাই করেছে বিভিন্ন প্রযুক্তি সংস্থা।
২০২৩ সালে গুগল (Google), মাইক্রোসফ্ট (Microsoft), সেলসফোর্স (Salesforce) ও আমাজন (Amazon)-সহ একাধিক সংস্থায় ব্যাপক কর্মী ছাঁটাই হয়েছে। গুগল তার কর্মশক্তির ৬ শতাংশ বা ১২,০০০ কর্মী ছাঁটাই করেছে, যা সমস্ত কোম্পানির মধ্যে সর্বোচ্চ। মাইক্রোসফট ১০,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। আমাজনও প্রায় ৮,০০০ কর্মীকে ছাঁটাই করেছে।
এছাড়া, সেলসফোর্স ৮,০০০ কর্মীকে, ডেল (Dell) ৬,৬৫০ জন কর্মীকে, আইবিএম (IBM ) প্রায় ৩,৯০০ জনকে, এসএপি (SAP) প্রায় ৩,০০০ কর্মীকে, জুম (Zoom) প্রায় ১৩০০ জন কর্মীকে এবং কয়েনবেস (Coinbase) প্রায় ৯৫০ জন কর্মী ছাঁটাই করেছে। একইসঙ্গে, ৬,০০০ কর্মী ছাঁটাই করেছে এইচপি ইনকর্পোরেশন (HP Inc) এবং, সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন (Cisco Systems Inc.) ৪,০০০ কর্মী ছাঁটাই করেছে।
শুধু তাই নয়, সম্প্রতি কর্মী ছাঁটাই করতে চলেছে ইন্টারনেট যুগের অন্যতম পথিকৃৎ ইয়াহু (Yahoo)। বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসায় মন্দার জেরে কোম্পানির ২০ শতাংশ বা ১৬০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা করেছে ইয়াহু। গত বৃহস্পতিবার কর্মচারীদের জানানো হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে কোম্পানির ১২ শতাংশ (১,০০০ কর্মচারী) ছাঁটাই করা হবে। পরবর্তী ছয় মাসের মধ্যে, আরও ৮ শতাংশ - বা ৬০০ - কর্মচারী চাকরি হারাবেন।
মাইক্রোসফ্ট-মালিকানাধীন গিটহাব (GitHub)-ও আসন্ন ত্রৈমাসিকে প্রায় ১০ শতাংশ বা ৩০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা করেছে। কোম্পানি তার অফিস খালি করবে এবং লিজ শেষ হয়ে গেলে সম্পূর্ণ তা ছেড়ে দেবে বলে জানিয়েছে।
সম্প্রতি, প্রায় ৬,৬৫০ কর্মী বা কোম্পানির কর্মশক্তির প্রায় ৫ শতাংশ কমিয়েছে ডেল টেকনোলজিস। সংস্থার সহ-চিফ অপারেটিং অফিসার জেফ ক্লার্ক (Jeff Clarke) জানিয়েছেন, 'ডেল মনে করছে ক্রমাগত ধসের ফলে বাজার অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।'
প্রসঙ্গত, মহামারী করোনার পর সারাবিশ্বে ২ হাজার ২২৫ টি প্রযুক্তি সংস্থায় মোট ৩ লক্ষ ৫৮ হাজার ৪৭৪ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে বেশি ছাঁটাই হয়েছে ২০২২ সালে। মোট ১ হাজার ৪৪ টি প্রযুক্তি সংস্থা থেকে চাকরি হারিয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৮৪৬ জন কর্মী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন