বিশ্বজুড়ে মন্দার জেরে বর্তমান বছরের চলতি সময় পর্যন্ত বিভিন্ন সংস্থা থেকে ছাঁটাই করা হয়েছে দেড় লক্ষের বেশি কর্মীকে। এদিনই অ্যামাজন থেকে ছাঁটাই হয়েছেন আরও ৯ হাজার কর্মী। এর আগে অ্যামাজন থেকে ১৮ হাজার কর্মীকে বরখাস্ত করা হয়েছিল।
layoff.fyi-এর সর্বশেষ তথ্য অনুসারে, বিশ্বজুড়ে ৫০৩ টি প্রযুক্তি কোম্পানি এখন পর্যন্ত ১,৪৮,১৬৫ জন কর্মী ছাঁটাই করেছে।
২০২২ সালে বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তি সংস্থা এবং স্টার্টআপ থেকে কমপক্ষে ১.৬ লক্ষ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ২০২৩ সালের প্রথম তিন মাসেই সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে ছাঁটাই।
২০২২ সালে প্রায় ১,০৬৪ টি প্রযুক্তি কোম্পানি, যাদের মধ্যে বিগ টেক থেকে শুরু করে স্টার্টআপ পর্যন্ত বিভিন্ন সংস্থা আছে - গত বছর ১.৬১ লাখেরও বেশি কর্মী ছাঁটাই করেছে৷
বর্তমান বছরে শুধুমাত্র জানুয়ারীতেই, অ্যামাজন, মাইক্রোসফ্ট, গুগল, সেলসফোর্স এবং অন্যান্য সংস্থাগুলি থেকে বিশ্বজুড়ে প্রায় ১ লক্ষ প্রযুক্তি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
মার্কিন কোম্পানিগুলি ফেব্রুয়ারিতে ৭৭,৭৭০ টি ছাঁটাই করেছে। জানুয়ারীতে যে সংখ্যা ছিল ১,০২,৯৪৩। এখনও পর্যন্ত প্রযুক্তি কোম্পানিগুলি থেকেই বেশি পরিমাণে ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে।
গত সপ্তাহে, মেটা প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ আগামী মাসে বড়ো সংখ্যায় ছাঁটাই করার কথা আগাম ঘোষণা করেছেন। জানা গেছে তাঁর সংস্থা থেকে ছাঁটাই করা হবে আরও ১০ হাজার কর্মীকে।
গত বছরের নভেম্বরে তিনি ১১,০০০ কর্মী, বা কোম্পানির মোট কর্মীবাহিনীর ১৩ শতাংশ, ছাঁটাই করার মাত্র চার মাস পরে ফের ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন।
জুকারবার্গ জানিয়েছেন পুনর্গঠনের পরে, মেটা প্রতিটি গ্রুপে নিয়োগ এবং স্থানান্তর বন্ধ করার পরিকল্পনা করেছে।
অ্যামাজন সোমবার অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডাব্লুএস), টুইচ, বিজ্ঞাপন এবং এইচআর-এ আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা করেছে।
ই-কমার্স জায়ান্ট প্রাথমিকভাবে জানুয়ারিতে ১৮ হাজার ছাঁটাই করেছিল এবং জানিয়েছিল "আমরা এই মাসে আমাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপটি সম্পন্ন করতে চলেছি। যেখানে অতিরিক্ত আরও ৯ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন