Lay Off: বছর বছর বাড়ছে ক্ষতি, এবার কর্মী ছাঁটাইয়ের পথে ফ্লিপকার্ট

People's Reporter: বিজনেস ইন্টালিজেন্স সংস্থা টফলার-এর তথ্য অনুসারে, ২০২৩ আর্থিক বছরে ফ্লিপকার্ট-এর মোট বাণিজ্যের পরিমাণ ৫৬,০১৩ কোটি টাকা। যদিও রিপোর্ট জানিয়েছে এই বছর ক্ষতির পরিমাণ ৪,৮৩৪ কোটি টাকা।
ফ্লিপকার্ট প্রতীকী ছবি
ফ্লিপকার্ট প্রতীকী ছবি ছবি সৌজন্য - দ্য মিন্ট
Published on

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কমপক্ষে ১০০০ কর্মীকে ছাঁটাই করা হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বাৎসরিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এই কর্মী ছাঁটাই করা হবে। মানিকন্ট্রোল-এর পক্ষ থেকে এক প্রতিবেদনে জানানো হয়েছে ফ্লিপকার্ট-এর মোট কর্মী বাহিনীর ৫ শতাংশ বা ১ হাজার কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুসারে, প্রতি বছরেই কর্মদক্ষতা পর্যালোচনা করে কর্মী ছাঁটাই করে ফ্লিপকার্ট। এবারের কর্মী ছাঁটাইও সেই নিয়ম অনুসারেই করা হচ্ছে।

জানা গেছে, ওয়ালমার্ট-এর মালিকানাধীন এই সংস্থায় মোট কর্মীর সংখ্যা প্রায় ২২ হাজার। এর আগেই বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছিল ফ্লিপকার্ট সংস্থা অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ঢেলে সাজাতে এবং সংস্থাকে আরও লাভজনক করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছে।

বিজনেস ইন্টালিজেন্স সংস্থা টফলার-এর তথ্য অনুসারে, ২০২৩ আর্থিক বছরে ফ্লিপকার্ট সংস্থার মোট বাণিজ্যের পরিমাণ ৫৬,০১৩ কোটি টাকা। যা ২০২২ আর্থিক বছরের তুলনায় ৯ শতাংশ বেশী। ২০২২ সালে সংস্থার বাণিজ্যের পরিমাণ ছিল ৫১,১৭৬ কোটি টাকা। যদিও ২০২৩ আর্থিক বছরের রিপোর্ট অনুসারে এই বছর সংস্থার ক্ষতির পরিমাণ ৪,৮৩৪ কোটি টাকা। যা গত আর্থিক বছরের তুলনায় ৪২ শতাংশ বেশী।

ফ্লিপকার্ট-এর আর্থিক ফলাফলে বলা হয়, ২০২৩-এর ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরে সংস্থার মোট ক্ষতির পরিমাণ ছিল ৪৮,৩৯৩ মিলিয়ন যা গতবছরের ৩১ মার্চ ছিল ৩৩,৬২৪ মিলিয়ন। অর্থাৎ গত ১ বছরে সংস্থার ক্ষতির পরিমাণ বেড়েছে ৪৪ শতাংশ।  

(Only the headline and picture of this report may have been reworked by the People's Reporter staff; the rest of the content is auto-generated and translated from a syndicated feed.)

ফ্লিপকার্ট প্রতীকী ছবি
Lay Off: নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে ছাঁটাই - ৪৬ সংস্থা থেকে কাজ হারালেন ৭,৫০০ কর্মী
ফ্লিপকার্ট প্রতীকী ছবি
Lay Off: আরও একবার ছাঁটাইয়ের কোপ গুগল-এ - বিভিন্ন টিম থেকে কাজ হারালেন কয়েকশো কর্মী
ফ্লিপকার্ট প্রতীকী ছবি
Lay Off: ২০২৩-এ বিশ্বজুড়ে বিভিন্ন গেমিং সংস্থা থেকে ছাঁটাই ৯ হাজারের বেশি কর্মী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in