Lay Off: মেটা-য় তৃতীয় দফার ছাঁটাইয়ে কর্মহীন ৬ হাজার, কোপ ভারতীয় কর্মীদের ওপরেও

রিপোর্ট অনুসারে, সংস্থার ভারতীয় বিভাগের বিপনন প্রধান অবনীশ পন্থ ছাঁটাই হয়েছেন। এই তালিকায় আছেন ডিরেক্টর অফ মিডিয়া পার্টনারশিপ সাকেত ঝা সৌরভ, মেটা ইন্ডিয়ার লিগাল ডিরেক্টর অমৃতা মুখার্জি সহ অনেকেই।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ফাইল ছবি সংগৃহীত
Published on

মেটার তৃতীয় দফার ছাঁটাইয়ের ধাক্কা থাবা বসালো ভারতে। এবারের ছাঁটাই পর্বে মেটা (পূর্বতন ফেসবুক) ছাঁটাই করেছে প্রায় ৬ হাজার কর্মীকে। যার মধ্যে আছেন বেশ কিছু সিনিয়র এক্সিকিউটিভ।

রিপোর্ট অনুসারে, সংস্থার ভারতীয় বিভাগের বিপনন প্রধান অবনীশ পন্থ ছাঁটাই হয়েছেন। এছাড়াও এই তালিকায় আছেন ডিরেক্টর অফ মিডিয়া পার্টনারশিপ সাকেত ঝা সৌরভ, মেটা ইন্ডিয়ার লিগাল ডিরেক্টর অমৃতা মুখার্জি সহ অনেকেই।

অমৃতা মুখার্জির ছাঁটাইয়ের বিষয়ে প্রথম জানায় মানিকন্ট্রোল। উল্লেখ্য, মেটাতে যোগ দেবার আগে অমৃতা মুখার্জি হটস্টার-এর আইনি বিভাগের প্রধান ছিলেন।

সূত্র অনুসারে, বিশ্বজুড়ে এবার মেটা যে কর্মী ছাঁটাই করেছে তার মধ্যে আছে বিপনন, প্রশাসনিক, মানব সম্পদ উন্নয়ন সহ ভারতের একাধিক বিভাগ। যদিও ভারতে কর্মী ছাঁটাই প্রসঙ্গে মেটা এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

মেটার বিজনেস ইঞ্জিনিয়ার সুরভি প্রকাশ ছাঁটাই হবার পর লিঙ্কডিন-এ জানিয়েছেন, তাঁকে চাকরি ছাড়তে বলা হয়েছে।

মেটা এর আগে দু’দফায় যে ছাঁটাই পর্ব চালিয়েছিল তাতেও একাধিক ভারতীয় কর্মীর ওপর কোপ পড়েছিল। এই সপ্তাহের বুধবার তৃতীয় দফায় মেটা প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে।

এই বছরের মার্চ মাসে এক বিবৃতিতে মেটার সিইও মার্ক জুকেরবার্গ জানিয়েছিলেন, এপ্রিলের শেষে এবং মে মাসের শেষের মধ্যে সংস্থা ১০ হাজার কর্মী ছাঁটাই করবে।

গত বছরের নভেম্বর মাসে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই করে। এখনও পর্যন্ত সাম্প্রতিক সময়ে মেটা থেকে প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই হয়েছে। গত মাসেই মেটা ৪ হাজার কর্মী ছাঁটাই করেছিল।

আরও পড়ুন

ছবি প্রতীকী
Lay Off: ২০২৩-এর প্রথম ৫ মাসেই বিশ্বজুড়ে ছাঁটাই প্রায় ২ লক্ষ কর্মী
ছবি প্রতীকী
Lay Off: আগামী তিন বছরে ১১ হাজার কর্মী ছাঁটাই করবে ভোডাফোন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in