সুইডিশ টেলিকম গিয়ার-নির্মাতা এরিকসন বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবং খরচ কমাতে তার কর্মশক্তির প্রায় ৮ শতাংশ, প্রায় ৮,৫০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এরিকসনে ছাঁটাই সংক্রান্ত এই খবর প্রকাশিত হয়েছে।
কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ মেমো অনুসারে, সংস্থাটি জানিয়েছে, কর্মী সংখ্যা কমানোর বিষয়টি বেশ কয়েকটি দেশে কর্মীদের কাছে জানানো হয়েছে।
কোম্পানির এক মুখপাত্র ব্লুমবার্গকে জানিয়েছেন, "আমরা পুরো কোম্পানি জুড়ে সহজীকরণ এবং আরও দক্ষ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিশেষ করে কাঠামোগত খরচের ক্ষেত্রে।"
টেলিকম নেটওয়ার্কিং সংস্থাটি এর আগে ইউনিয়নগুলির সাথে আলোচনার পরে সুইডেনে কমপক্ষে ১,৪০০ কর্মী বা সুইডেনের মোট কর্মীর ১০ শতাংশ ছাঁটাই করেছিল।
এই সপ্তাহের শুরুতে এরিকসন এক বিবৃতিতে জানায়, সংস্থাটি কর্মচারী ইউনিয়নগুলির সাথে আলাপ আলোচনার পর এক স্বেচ্ছাসেবী ব্যবস্থার মাধ্যমে চাকরি ছাঁটাই-এর প্রক্রিয়া পরিচালনা করতে চায়। ব্যারনস একথা জানিয়েছে।
এরিকসন জানিয়েছে, "কর্মী সংখ্যা কমানো কখনই সহজ কাজ নয় এবং আমরা অত্যন্ত সম্মান এবং পেশাদারিত্বের সাথে এটি পরিচালনা করব। এই বিষয়ে সবার প্রথমে প্রাসঙ্গিক কর্মীদের সাথে যোগাযোগ করা হবে।"
এরিকসন আরও জানিয়েছে, "খরচ, সঞ্চয়, বিভিন্ন ক্ষেত্রকে যুক্ত করে যেমন পরামর্শদাতাদের হ্রাস, প্রক্রিয়াগুলিকে সুনির্দিষ্টভাবে পেশ করা, বিশেষ সুবিধা ইত্যাদি কমানো হবে। আগের ঘোষণা অনুযায়ী, এতে কর্মী সংখ্যা হ্রাসও অন্তর্ভুক্ত থাকবে।"
স্টকহোম-সদর দফতর থেকে গত বছরের ডিসেম্বরে জানানো হয়েছিল যে বর্তমান বছরের শেষ নাগাদ সংস্থা $৮৮০ মিলিয়ন ডলার খরচ কমানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।
গত মাসে, এরিকসন তার চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলে প্রত্যাশিত আয় করতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েক হাজার কর্মী ছাঁটাই-এর নিরিখে এরিকসনের নাম বিশ্বের অন্যান্য প্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে।
এরিকসন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নত বাজারের গ্রাহকদের কাছে আগে থেকেই খরচ কমানোর সিদ্ধান্তের বিষয়ে সতর্কতা জারি করেছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন