মাইক্রোব্লগিং সাইট টুইটার (Twitter)-এ থেমে নেই কর্মী ছাঁটাই প্রক্রিয়া। গত সপ্তাহেই বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারকে ছাঁটাইয়ের পর এবার, পাবলিক পলিসি টিম (Public Policy team) থেকে কর্মী ছাঁটাই শুরু করেছে এলন মাস্ক (Elon Musk)-এর টুইটার।
বৃহস্পতিবার গভীর রাতে, থিওডোরা (থিও) স্কেডাস নামে টুইটারের পাবলিক পলিসি টিমের এক কর্মী জানান, টুইটার থেকে তিনি চাকরী হারিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল টুইটারে আমার শেষ দিন ছিল। কারণ, পাবলিক পলিসি টিমের অর্ধেক কর্মীকে কোম্পানি থেকে বাদ দেওয়া হয়েছে।’ একইসঙ্গে তিনি টুইটারে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘এখানে আমি সুন্দর কাজের সুযোগ পেয়েছিলাম। সত্যিই আমি সৌভাগ্যবান ছিলাম। সত্যিকার অর্থে, এটি আমার কাছে স্বপ্নের কাজ ছিল।’
তিনি জানান, ‘ইরান, ইউক্রেন এবং লিবিয়াসহ বিশ্বব্যাপী সংঘাতের সময় জনগণকে রক্ষা করার জন্য আমরা যে কাজ করেছি, তার জন্য আমি গর্বিত।’
এলন মাস্ক জানিয়েছেন, বর্তমানে টুইটারে মাত্র ২,০০০ কর্মী রয়েছে। তবে, গত অক্টোবর মাসে যখন টুইটার অধিগ্রহণ করেন মাস্ক, সে সময় টুইটারে কর্মচারীর সংখ্যা ছিল ৭,৫০০ এরও অধিক।
২০২২ সালের ২৮ অক্টোবর, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণের দিনই সংস্থার সিইও পরাগ আগরওয়াল (CEO Parag Agrawal) ও সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সেগালকে (CFO Ned Segal) ছাঁটাই করেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। তারপরেই বিতর্কে জড়ান তিনি। এরপর, ৫ নভেম্বর সংস্থার আরও ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দেন মাস্ক।
শুধু তাই নয়, টুইটার কর্মীদের ‘কঠোর পরিশ্রম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে’ ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ (ultimatum) দেন মাস্ক। আর, ঘটনার পর ইঞ্জিনিয়ার সহ টুইটারের কয়েক’শ কর্মচারী পদত্যাগ করেন।
অন্যদিকে, কোনও আগাম লিখিত নোটিশ ছাড়াই ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ফলে, টুইটার বিরুদ্ধে মামলা দায়ের হয় ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো ফেডেরাল আদালতে।
আদালতে মামলাকারীদের আইনজীবী জানান, 'ফেডেরাল ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেনিং অ্যাক্ট'-র নিয়মানুযায়ী বড় কোম্পানিগুলিকে ছাঁটাইয়ের ৬০ দিন আগে বিজ্ঞপ্তি জারি করার কথা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন