Job Loss: মন্দার জের - ভারতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে মাত্র ১ বছরেই কর্মী কমেছে ৭০ হাজার

People's Reporter: শীর্ষস্থানীয় সংস্থাগুলির মধ্যে আছে ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো এবং টেক মাহিন্দ্রা। মূলত এই সংস্থাগুলি থেকেই সর্বাধিক হারে কর্মী সংখ্যা হ্রাস পেয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - আইএএনএস এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায় গত এক বছরে প্রায় ৭০ হাজার কর্মী সংখ্যা হ্রাস পেয়েছে। মূলত বিশ্বব্যাপী মন্দার কারণে ভারতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ কম হবার কারণেই ২০২৩-২৪ অর্থবছরে এই কর্মী সংখ্যা কমেছে।

শীর্ষস্থানীয় সংস্থাগুলির মধ্যে আছে ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো এবং টেক মাহিন্দ্রা। মূলত এই সংস্থাগুলি থেকেই সর্বাধিক হারে কর্মী সংখ্যা হ্রাস পেয়েছে।

তথ্য অনুসারে, গত এক বছরে ইনফোসিসে কর্মী সংখ্যা কমেছে ২৫,৯৯৪।

TCS-এ কমেছে ১৩,২৪৯। আইটি জায়েন্ট উইপ্রোতে শেষ ত্রৈমাসিকে কর্মী কমেছে ৬,১৮০। পুরো বছরের হিসেব অনুসারে গত আর্থিক বছরে এই সংস্থায় ২৪,৫১৬ জনে কর্মী কমেছে।

২০২৩-২৪ আর্থিক বছরে টেক মাহিন্দ্রার মোট কর্মী ছিল ১,৪৫,৪৫৫। শেষে ত্রৈমাসিকে যেখানে কর্মী কমেছে ৭৯৫ জন এবং বছরের হিসেবে ৬,৯৪৫ জন।

শীর্ষস্থানীয় আইটি পরিষেবা সংস্থাগুলির মধ্যে একমাত্র ব্যতিক্রম এইচসিএল টেক। বছরের শুরুতে যাদের কর্মী সংখ্যা ছিল ২,২৭,৪৮১ এবং বছরের শেষে এই সংস্থায় কর্মী বেড়েছে ১,৫৩৭ জন।

সাম্প্রতিক এই ক্রিসিল রেটিং রিপোর্ট অনুসারে, দেশের আইটি পরিষেবা খাতে ২০২৪-২৪ আর্থিক বছরে বিনিয়োগ আরও ৫ থেকে ৭ শতাংশ হারে কমতে পারে।

যেহেতু এই ক্ষেত্রে বিনিয়োগ কমছে তাই আইটি পরিষেবা সংস্থাগুলিতে নতুন নিয়োগ হচ্ছে না। যার ফলস্বরূপ ২০২৩ সালের ডিসেম্বরের হিসেব অনুসারে সারা বছরে কর্মী সংখ্যা হ্রাস পেয়েছে ৪ শতাংশ।

ক্রিসিল রেটিং-এর ডিরেক্টর আদিত্য ঝাভের জানিয়েছেন, প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের মন্দা এই অর্থবছরেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, "ব্যাঙ্কিং, আর্থিক ক্ষেত্র, বীমা ক্ষেত্র (বিএফএসআই) এবং খুচরা বিভাগ থেকে রাজস্ব ৪ থেকে ৫ শতাংশের ধীর বৃদ্ধির দিকে থাকলেও উত্পাদন এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ৯ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in