এডু টেক সংস্থা বাইজুস-এর প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করলো ইডি। অভিবাসন দপ্তরের কাছে নোটিশ জারির আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনে সাড়া দিয়েছে অভিবাসন দপ্তর। ফলে ভারত থেকে বিদেশে পালিয়ে যেতে পারবেন না বাইজু রবীন্দ্রন।
বাইজুস-এর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। ইডি সূত্রে খবর, কোম্পানিতে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ হয়েছিল। ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাইজু ২৮ হাজার কোটি টাকার বিদেশী বিনিয়োগ লাভ করেছিল। সেই বিদেশী বিনিয়োগ নিয়েই বেনিয়ম করেছে বলে বাইজুস সংস্থার বিরুদ্ধে অভিযোগ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাইজুস। সংস্থার দাবি তাদের তরফ থেকে কোনও আর্থিক তছরুপ করা হয়নি। সমস্ত নথি কেন্দ্রীয় সংস্থা চাইলে যাচাই করে নিতে পারে। বাইজু নিজের অবস্থানে অনড় হলেও সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছে বিনিয়োগকারীরাই। যার মধ্যে একাধিক মার্কিন বিনিয়োগকারীও আছেন।
অন্যদিকে, ২৩ ফেব্রুয়ারি সাধারণ সভা রয়েছে বাইজুস-এর। তার আগেই লুক আউট নোটিশ জারি হওয়ায় বেশ চাপে বাইজু রবীন্দ্রন। সাধারণ সভা স্থগিত রাখার জন্য কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি। কিন্তু হাইকোর্ট বাইজুর সেই আবেদন খারিজ করেছে। সাথে হাইকোর্ট এও জানিয়েছে যে সভায় পাশ হওয়া কোনো প্রস্তাব পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কার্যকর করা হবে না। মামলাটির পরবর্তী শুনানি হবে ১৩ মার্চ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন