ঝুঁকির মুখে মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার মাইক্রোসফট এজ (Microsoft Edge)। সাধারণত এই ব্রাউজার শুধু এজ (Edge) নামেই পরিচিত। এই ব্রাউজারে সাইবার হানার আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে ভারতের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি।
আতঙ্কিত না হয়ে এই ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সিইআরটি। কেন্দ্রীয় সংস্থাটি জানায়, মাইক্রোসফট এজের ১২৯.০.২৭৯২.৫২- এই সংস্করণের পূর্ববর্তী সংস্করণগুলিতে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা হয়েছে। যার কারণে নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
আরও জানানো হয়, মাইক্রোসফট এজের (ক্রোমিয়াম) ত্রুটির কারণে একজন হ্যাকার অনেক দূর থেকেও আপনার ব্রাউজারের সমস্ত তথ্য চুরি করে নিতে পারে। গ্রাহকের গুরুত্বপূর্ণ তথ্যও চুরি যেতে পারে। হ্যাকাররা একটি ওয়েব পেজ তৈরি করে গ্রাহকদের সেই পেজে প্রবেশ করতে প্রলোভন দেখাতে পারে। যখনই একজন পুরনো সংস্করণের এজ ব্যবহারকারী ওই পেজে প্রবেশ করবেন তাঁর তথ্য চুরি করে নিতে সক্ষম হবে হ্যাকাররা।
সাইবার আক্রমণ থেকে বাঁচার উপায়ও জানিয়েছেন আধিকারিকরা। তাঁরা জানান, অবিলম্বে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে থাকা মাইক্রোসফট এজ সংস্করণটি আপডেট করুন।
কীভাবে করবেন আপডেট?
প্রথমে ডেস্কটপে মাইক্রোসফট এজ ব্রাউজারটি ওপেন করুন। তারপর মনিটরের একদম ডানদিকে উপরে থাকা তিনটি ডটে ক্লিক করুন। তারপর একটি তালিকা দেখতে পাবেন। সেখানে থাকবে হেল্প অ্যান্ড ফিডব্যাক। সেখানে ক্লিক করার পর অপশন আসবে অ্যাবাউট মাইক্রোসফট এজ। সেখানে ক্লিক করার পর আপনি আপডেট অপশন খুঁজে পাবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন