প্লে স্টোর থেকে সরানো হলো ১০টির বেশি জনপ্রিয় ভারতীয় অ্যাপ। যা নিয়ে গুগল কর্তৃপক্ষের ওপর অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্র। গুগল প্লে স্টোরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে ওই সমস্ত অ্যাপের বিরুদ্ধে। যদিও সরকারি হস্তক্ষেপের পর ফের ওই অ্যাপগুলি ফের চালু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। দেখা যায় গুগল প্লে স্টোর থেকে হঠাৎ উধাও হয়ে গেছে ১০টির বেশি ভারতীয় অ্যাপ। যেগুলি কমবেশি অনেকেই ব্যবহার করে থাকেন। গুগলের তরফ থেকে জানানো হয়েছে গুগলের যে বিলিং পলিসি আছে সেই পলিসি বা নিয়ম পালন করছে না অ্যাপগুলি। যার কারণে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপগুলি।
১০টির বেশি অ্যাপ সরিয়েছে গুগল। সেগুলির মধ্যে রয়েছে, শাদি ডট কম, ভারত ম্যাট্রিমনি, কুকু এফ এম, অল্ট বালাজি, তেলেগু ম্যাট্রিমনি, তামিল ম্যাট্রিমনি, মারাঠি ম্যাট্রিমনি, ট্রুলি ম্যডলি, কোয়্যাক কোয়্যাক, ম্যাট্রিমনি ডট কমস জোড়ি এবং নকরি।
অ্যাপ বাতিল কাণ্ডে গুগলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে তিনি জানান, কোনো নোটিশ ছাড়াই এইভাবে অ্যাপ সরিয়ে দেওয়া যায় না। আমরা বিষয়টির ওপর নজর রাখছি। ভারতীয় অ্যাপগুলি সরানোর জেরে গুগলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
এরপর Google Info Edge India-র কর্তৃপক্ষের সাথে একটি বৈঠক ডাকে সরকার। তারপরই অ্যাপগুলি থেকে ফ্ল্যাগশিপ সরিয়ে নেয় গুগল। ইনফো এজ-এর সহ-প্রতিষ্ঠাতা সঞ্জীব বিকচন্দানি বলেছেন, "অনেক ইনফো এজ অ্যাপ প্লে স্টোরে ফিরে এসেছে। হিতেশ এবং সমগ্র ইনফো এজ টিমের প্রয়াসের ফলে এটা সম্ভব হয়েছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন