একই মোবাইলে একইসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে চান? তাও আবার একেবারে বিনা ঝামেলায়? এবারে সেটাই করতে পারবেন হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের সাথে। ফেসবুকে পোস্ট করে এই নতুন ফিচারের কথা জানিয়েছেন মেটা অধিকর্তা মার্ক জুকারবার্গ।
মেটা সংস্থার CEO জুকারবার্গ এদিন জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে চ্যানেল পরিষেবা চালু করার পর আবারও এই নয়া ফিচার আনতে চলেছে মেটা কর্তৃপক্ষ। একইসঙ্গে দুটি বা তার বেশি অ্যাকাউন্ট ব্যবহারকারীদের সমস্যার কথা চিন্তা করেই এই ফিচার আনছে সংস্থা।
বিভিন্ন প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপে দুটি অ্যাকাউন্ট পরিচালনা করেন। কিন্তু হোয়াটসঅ্যাপের মোবাইল অ্যাপ বা ওয়েব ভার্সন দুটি ক্ষেত্রেই একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যেতে গেলে ব্যবহারীদের একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়। কারণ, সেক্ষেত্রে আগের অ্যাকাউন্টটি থেকে লগ আউট করে তবেই অপর অ্যাকাউন্টটিতে লগ ইন করতে হয়। দুটি অ্যাকাউন্টের মধ্যে এই সুইচ করার সময়েই ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় বলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সমীক্ষায় উঠে এসেছে। সেখান থেকেই সংস্থার এই নয়া ফিচারের ভাবনা বলেই জানা গিয়েছে।
সম্প্রতি মেটা কর্তা জুকারবার্গ ফেসবুকে এই ফিচারের কথা ঘোষণা করে লিখেছেন, “দুটি অ্যাকাউন্টের মধ্যে সুইচ করা এবারে আরও সহজ হতে চলেছে। খুব শিগগিরিই আপনারা একই মোবাইল ফোনের মধ্যে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।”
এক্ষেত্রে দুটি অ্যাকাউন্ট একইসঙ্গে লগ ইন করা থাকবে। ব্যবহারকারীকে শুধু প্রয়োজন মতো বিশেষ অপশনে গিয়ে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করে নিতে হবে। তবে এর জন্য ব্যবহারকারীর ফোনে একইসঙ্গে দুটি সিম কার্ড অর্থাৎ দুটি ফোন নম্বর মজুত থাকতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন