আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নীতা আম্বানীর উদ্যোগে 'হার সার্কেল' অ্যাপের আত্মপ্রকাশ

নীতা আম্বানী
নীতা আম্বানীফাইল ছবি সংগৃহীত
Published on

রাত পোহালেই ৮ মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষ্যে কেবলমাত্র মহিলাদের জন্য একটি ডিজিটাল প্ল‍্যাটফর্মের সূচনা করলেন নীতা আম্বানি। এই প্ল‍্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে 'হার সার্কেল' আধুনিক ডিজিটাল সরঞ্জামের মাধ্যমে নারীদের ক্ষমতায়নে উৎসাহ দেওয়াই হল হার সার্কেলের উদ্দেশ্য।

মহিলাদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তথ‍্য সরবরাহ করবে এই 'হার সার্কেল' অ‍্যাপটি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলাদের একে অপরের সাথে সংযুক্ত করবে এই অ‍্যাপটি। গুগল প্লে স্টোর বা মাই জিও অ‍্যাপ স্টোরে ফ্রি অ‍্যাপ হিসেবে পাওয়া যাবে হার সার্কেল‌। ব‍্যবহারকারীরা স্বাস্থ্য, শিক্ষা, সৌন্দর্য, অর্থনৈতিক অবস্থা ইত‍্যাদি নিয়ে যেকোনো প্রশ্ন করতে পারে এখানে এবং রিলায়েন্সের পক্ষ থেকে তার উত্তর দেওয়া হবে। মহিলাদের সৃজনশীল দক্ষতার অনুসন্ধান করে কর্মসংস্থানেরও ব‍্যবস্থা রয়েছে এতে।

এই ডিজিটাল প্লাটফর্মের সূচনা করে নীতা আম্বানি বলেন, "যখন মহিলারা মহিলাদের ওপর আস্থা রাখেন তখন অবিশ্বাস্য ঘটনা ঘটে। আমরা রিলায়েন্স ফাউন্ডেশনের মহিলারা এই প্রয়াসে একযোগে কাজ করেছি। আমাদের সম্মিলিত অভিজ্ঞতা প্রমাণ করে দেখিয়েছে শেষ পর্যন্ত আমাদের লড়াই এবং জয় একে অপরের সঙ্গে মিলে গিয়েছে।"

কোভিড পরিস্থিতিতে ভবিষ্যতে মহিলাদের নেতৃত্ব নিয়ে চলতি বছরে নারী দিবসের থিম তৈরি করা হয়েছে, যার পোষাকি নাম দেওয়া হয়েছে - Women in leadership: an equal future in a COVID-19 world।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in