প্রযুক্তির যত উন্নতি ঘটছে তত রমরমিয়ে বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা । এবার সেই সাইবার ক্রাইমের শিকার হল পেমেন্ট অ্যাপ রেজরপে (Razorpay)। ঐ কোম্পানির প্রায় ৭.৩৮ কোটি টাকা হ্যাকাররা চুরি করে নিয়েছে। সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ৮৩১ টি লেনদেন মারফত ঐ বিপুল পরিমাণে টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেয় হ্যাকাররা।
আজকাল আমরা টাকা লেনদেনে প্রক্রিয়ার সময় বাঁচাতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করি। কিন্তু বর্তমানে সেই অ্যাপ গুলির মধ্যেও ফাঁদ পেতে রয়েছে জালিয়াতি চক্র। সম্প্রতি, রেজরপে নামক একটি পেমেন্ট অ্যাপের অডিট করতে গিয়ে দেখা যায় প্রায় ৭.৩৮ কোটি টাকা উধাও হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে।
কোম্পানি সূত্রে জানা যাচ্ছে, পেমেন্ট প্রক্রিয়া চলাকালীন হ্যাকাররা কাস্টমারের কেওয়াইসি, পাসওয়ার্ড সহ আরও তথ্য জেনে নেয় আর সাথে সাথেই বিশেষ পদ্ধতির মাধ্যমে টাকা তুলে নিতে সক্ষম হয়। তারা এটাও বলেন এই ঘটনা মূলত বাণিজ্যিক সাইটে রেজরপে-র পুরোনো মাধ্যম ব্যবহার করার ফলে হয়েছে।
প্রসঙ্গত, এই ধরনের জালিয়াতি নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। অতীতে এমন ধরনের অ্যাপ থেকে প্রায় ২০ লক্ষেরও বেশী গ্রাহকের তথ্য চুরি করেনিয়েছিল হ্যাকাররা। সমীক্ষায় দেখা যাচ্ছে - ২০২০ সালের পর থেকে এই ধরণের প্রতারণার ফাঁদের সংখ্যা বেড়েই চলেছে। আর এর জন্য অনলাইনের মাধ্যমে টাকা লেনদেনের বিষয়ে সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্কের সঞ্চার ঘটছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন