এখনই বৃষ্টি থেকে মুক্তি নেই বঙ্গবাসীর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তার কিছুটা পরিবর্তন হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ এখনও সক্রিয় রয়েছে। যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে।
আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে, নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। যার জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতাতেও বৃষ্টিপাত হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদেও শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, নিম্নচাপের জেরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ডে। যার কারণে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ফলে সাত জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এইভাবে জল ছাড়তে থাকলে পুজোর আগেই হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলার নীচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ডে এখনও বেশ কিছু দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন