জোড়া ঘূর্ণাবর্তের জের। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব বেশি পড়বে বলে জানা গেচগে আবহাওয়া দপ্তর সূত্রে।
বর্ষাকাল প্রায় শেষের পথে। কিন্তু কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের ওপর রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে স্বাভাবিকের থেকে উত্তরে অবস্থান করছে। যার ফলে আগামী বুধবার থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদীয়াতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কিন্তু ১৮ অগাস্ট বা তারপরে ধীরে ধীরে দক্ষিণমুখী হয়ে স্বাভাবিক অবস্থানে আসতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে আরও জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সাথে থাকবে বজ্রপাত। উপকূলবর্তী জেলাগুলিতে ২০-৩০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
একদিকে যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে ১৫ অগাস্ট থেকে বৃষ্টিপাত কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক বাসিন্দাদের কাছে কিছুটা হলেও যা স্বস্তির।
উল্লেখ্য, সোমবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ৩২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন