ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ব্যবহারে নতুন নিয়ম চালু করতে চলেছে আরবিআই। নতুন নিয়মানুযায়ী গ্রাহকেরা যখনই কার্ড ব্যবহার করবেন ঐ কার্ডের নথি টোকেন রূপে সংরক্ষিত হবে। এর সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া হল।
আরবিআই সূত্রে খবর, টোকেনগুলি গ্রাহকের কোনও বিবরণ প্রকাশ করবে না। গ্রাহকেরা নিশ্চিন্তে টাকা লেনদেন করতে পারবেন। আরবিআই-র নির্দেশিকায় বলা হচ্ছে টোকেন পদ্ধতি বাধ্যতামূলকা করা হবে। আরবিআই আরও জানায়, টোকেনাইজেশন মানে আপনার কার্ডের সমস্ত নথি টোকেনের মাধ্যমে সংগ্রহ হবে। ঐ টোকেনের দ্বারা আপনি আর্থিক লেনদেন করতে পারবেন।
লেনদেনের সুবিধার্থে অনেকে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তাতে দেখা যাচ্ছে অনেক সময় ব্যবসায়ীর/বিক্রেতার ডাটাবেসে কার্ডের সমস্ত তথ্য থেকে যাচ্ছে। CVV-র মতো গুরুত্বপূর্ণ নম্বরও সেইক্ষেত্রে সুরক্ষিত থাকছে না। তবে নতুন পদ্ধতিতে তার কোনও ঝুঁকি নেই। টোকেনাইজেশন সিস্টেমটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। এই টোকেনাইজেশন শুধুমাত্র ডোমেস্টিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য। আন্তর্জাতিক স্তরে এর কোনও সম্পর্ক নেই।
এই পদ্ধতি চালু করার জন্য ব্যক্তিকে কোনও ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে যেতে হবে। কার্ড বেছে নিতে হবে। কার্ডের সমস্ত বিবরণ খতিয়ে দেখতে হবে। পরে আরবিআই-র নির্দেশিকা মেনে নিজের কার্ডের টোকেনাইজেশন চালু করতে হবে। সাথে সাথেই কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নম্বরে OTP আসবে। ওটিপি নিশ্চিত করার সাথে সাথেই টোকেনাইজেশন চালু হয়ে যাবে। টোকেনাইজেশন চালুর পরে ওয়েবসাইট খুললে কার্ডের শেষ চারটি সংখ্যা দেখাবে। যেটা শুধু মাত্র ওই ব্যক্তিই দেখতে পাবেন।
আরবিআই নতুন পদ্ধতিকে সুরক্ষিত বললেও অনেকে মনে করছেন এতে কিছু ত্রুটি আছে। BankBazaar.com-র চিফ টেকনোলজি অফিসার মুরারি শ্রীধরণ জানান, টোকেনাইজেশন চালু করার ফলে যে IT কাঠামো আছে তা ব্যাহত হতে পারে। ফলে আর্থিক লেনদেন আরও জটিল হয়ে উঠবে। এই টোকেনাইজেশনের সময়সীমা আরবিআই ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত বাড়িয়েছে। এর আগে ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশনের সময়সীমা ছিল ১ জুলাই পর্যন্ত। একাধিক সমস্যা দেখা দেওয়ায় সময় বাড়াতে বাধ্য হয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন