Lay Off: এবার ছাঁটাইয়ের পথে বিলাসবহুল গাড়ি কোম্পানি, চাকরী হারাচ্ছেন কয়েক হাজার কর্মী!

রিপোর্টে বলা বলছে, বিশ্বব্যাপী প্রায় ৩০০০ কর্মী ছাঁটাই করতে পারে এই সংস্থা। এটির সবথেকে বেশি প্রভাব পড়বে অ-উৎপাদক বিভাগে।
Lay Off: এবার ছাঁটাইয়ের পথে বিলাসবহুল গাড়ি কোম্পানি, চাকরী হারাচ্ছেন কয়েক হাজার কর্মী!
প্রতীকী ছবি
Published on

এবার কর্মী ছাঁটাইয়ের পথে বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী কোম্পানি রোলস রয়েস (Rolls Royce)। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে রোলস রয়েস। এর ফলে কাজ হারাতে চলেছেন কয়েক হাজার কর্মী।

দ্য টাইমস (The Times) জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা এবং তা বাস্তবায়নে সহায়তা করার জন্য ‘ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি’ (McKinsey & Co.)-কে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে রোলস রয়েস। ঠিক কতজন কর্মী ছাঁটাইয়ের পরও কোম্পানি স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারবে তা জানতে চেয়েছে সংস্থা।

রিপোর্টে বলা বলছে, বিশ্বব্যাপী প্রায় ৩০০০ কর্মী ছাঁটাই করতে পারে এই সংস্থা। এটির সবথেকে বেশি প্রভাব পড়বে অ-উৎপাদক বিভাগে। নতুন পরিকল্পনার অংশ হিসাবে কোম্পানি রোলস-রয়েসের প্রতিটি সিভিল এরোস্পেস, প্রতিরক্ষা ও পাওয়ার সিস্টেম বিভাগের অ-উৎপাদক বিভাগগুলিকে একীভূত করতে পারে। মূলত, বিশ্বব্যাপী মন্দার আবহে কোম্পানির কাজকে সু-সংঘটিত করতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।

ব্লুমবার্গ (Bloomberg)-কে রোলস-রয়েসের এক মুখপাত্র জানিয়েছেন, ‘কাজে গতি আনতে আমরা বেশ কয়েকটি বিভাগকে একীভূত করার কাজ করছি। এতে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে, এই পদক্ষেপের প্রভাব কর্মীদের উপর কতটা পড়বে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি আমরা। এমনকী কোনও সুপারিশও করেনি আমরা।’

রিপোর্টে আরও বলা হয়েছে, রোলস রয়েসে কর্মী ছাঁটাই হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কোম্পানির সদর দফতর। কারণ এর বেশিরভাগ কর্মী ব্যাক-অফিসের কাজ করেন।

এটা লক্ষণীয় যে, অটোমোবাইল শিল্পে একমাত্র রোলস রয়েস কোম্পানিই কর্মী ছাঁটাই করছে না। ইতিমধ্যে, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার জেরে চীনে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে ফোর্ড (Ford)।

তবে শুধু রোলস রয়েস বা ফোর্ড নয়, বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই শুরু করেছে অনেক বড় কোম্পানি। এর মধ্যে মেটা, অ্যামাজন, টুইটার, মাইক্রোসফট ছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে। সম্প্রতি আমেরিকার বৃহত্তম ব্যাঙ্কও ৫০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে।

Lay Off: এবার ছাঁটাইয়ের পথে বিলাসবহুল গাড়ি কোম্পানি, চাকরী হারাচ্ছেন কয়েক হাজার কর্মী!
Ford: বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতিতে অধিক গুরুত্ব, প্রায় ৪০০০ চাকরি ছাঁটাইয়ের পথে ফোর্ড!
Lay Off: এবার ছাঁটাইয়ের পথে বিলাসবহুল গাড়ি কোম্পানি, চাকরী হারাচ্ছেন কয়েক হাজার কর্মী!
Lay Off: ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ৩ হাজার কর্মী ছাঁটাই করছে ফোর্ড মোটর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in