রাশিয়ান কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি মে মাসের শেষে ভারতে এসে পৌঁছবে। স্পুটনিক ভি-র ভারতের ডিস্ট্রিবিউটর ডঃ রেড্ডিস ল্যাবরেটরীর প্রতিনিধি বৃহস্পতিবার একথা জানিয়েছেন সংবাদসংস্থা রয়টার্সকে। এর আগে মনে করে হয়েছিলো মে মাসের মাঝামাঝি ভারতে পৌঁছে যাবে স্পুটনিক ভি। উল্লেখ্য গত সপ্তাহেই মস্কোয় ভারতের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, এই মাস থেকেই ভারতের জন্য রাশিয়া থেকে স্পুটনিক ভি-র রপ্তানি শুরু হবে।
এদিন ডঃ রেড্ডিস-এর প্রতিনিধি আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যেই ভারতেও স্পুটনিক ভি-র উৎপাদন শুরু হয়ে যাবে। আমাদের আশা বর্তমান আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষদিকে ভারতে নির্মিত স্পুটনিক ভি বাজারে পাওয়া যাবে।
তিনি আরও বলেন – আমরা চেষ্টা করেছিলাম বর্তমান ত্রৈমাসিকের মধ্যেই স্পুটনিক ভি ভারতে আমদানি করতে এবং আমরা আন্তরিক ভাবে চেষ্টা করছি যাতে মে মাসের শেষ দিকে এই ভ্যাকসিন ভারতে এসে পৌঁছতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন