Samsung: স্যামসং মোবাইল ব্যবহার করেন? অবিলম্বে আপডেট না করলে হতে পারে হ্যাক - সতর্ক করল কেন্দ্র

People's Reporter: রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোন ব্যবহার করার সময় আপনার খুব সতর্ক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনও অজানা অ্যাপ মোবাইলে ইন্সটল করার আগে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

আপনি কী স্যামসং মোবাইল ব্যবহারকারী? তাহলে এখনি হয়ে যান সতর্ক। কারণ আপনার একটা সামান্য ভুলের জন্য আপনার সমস্ত গোপন তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কাছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (CERT-IN) এর তরফ থেকে ১৩ ডিসেম্বর একটি রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, স্যামসং মোবাইলের অ্যানড্রয়েডের ভার্সন ১১, ১২, ১৩ ও ১৪ ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, এই ভার্সন ব্যবহারকারীদের নিজেদের মোবাইল ব্যবহারের সময় আরও বেশি সতর্ক হতে হবে। আর তা না হলে, ব্যবহারকারীদের গোপনীয় সমস্ত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কাছে।

রিপোর্টে জানানো হয়েছে, স্মার্টফোন ব্যবহার করার সময় আপনার খুব সতর্ক থাকা প্রয়োজন। কোনও অজানা অ্যাপ মোবাইলে ইন্সটল করার আগে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন। কারণ গুগল প্লে স্টোরেও এরকম অনেক অ্যাপ রয়েছে যা নিরাপদ নাও হতে পারে। অতএব, সম্পূর্ণ তথ্য পাওয়ার পরেই এটি ব্যবহার করতে শুরু করুন।

পাশাপাশি, মোবাইলে থাকা পুরানো অ্যাপগুলোকে সময়মত আপডেট করুন। কারণ, পুরানো অ্যাপগুলিও বিপজ্জনক প্রমাণ হতে পারে। এই ধরণের আপডেট না করা অ্যাপ থেকেও হ্যাকাররা আপনার সমস্ত গোপনীয় তথ্য জেনে ফেলতে পারে। ফলে মোবাইল সব সময় আপডেটেট রাখুন।

ছবি প্রতীকী
'কম সময়ে বেশি আয়!' - বেকার যুবক-যুবতীদের আর্থিক লোভ দেখানো বহু ভুয়ো ওয়েব সাইট ব্লক করলো কেন্দ্র
ছবি প্রতীকী
Facebook: প্যালেস্তিনিয়দের বিরুদ্ধে হিংসার আহ্বান জানানো বিজ্ঞাপনে অনুমোদন - অভিযুক্ত ফেসবুক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in