ভুয়ো প্রার্থী তালিকা নিয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এস বি আই(SBI)। ইতিমধ্যেই ব্যাঙ্কের তরফ থেকে ভুয়ো ওয়েবসাইট সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই একাধিক ওয়েবসাইটে এসবিআই-র প্রার্থী তালিকা দেখা যাচ্ছে। অনেক চাকরিপ্রার্থীই সেই তালিকা দেখে বিব্রত হয়ে পড়ছেন। তাই সমস্যা সমাধানের জন্য চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে নোটিফিকেশন জারি করেছে এসবিআই।
এসবিআই-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ কখনোই এই ধরণের প্রার্থী তালিকা প্রকাশ করে না। তাই কেউ প্রতারণায় পা দেবেন না। এসবিআই সব সময় রেজিস্ট্রেশন ও রোল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করে থাকে। সেই অনুযায়ী প্রার্থীরা অন লাইনে নিজের নম্বর দেখতে পারেন।
ব্যাঙ্কের তরফে আরও বলা হয়েছে, এসবিআই সব সময় চাকরিপ্রার্থীদের ইমেইল অথবা মেসেজের মাধ্যমে ফলাফল জানিয়ে থাকে। প্রার্থীদের উচিত নিজেদের ইমেইল চেক করা। ওই ইমেইলে ইন্টারভিউ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন চাকরিপ্রার্থীরা। এছাড়া চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এসবিআই-র অফিসিয়াল ওয়েব সাইটে পাওয়া যাবে। অন্য কোনও ওয়েবসাইটে স্টেট ব্যাঙ্কের কোনো তথ্যই প্রকাশিত হয় না। https://www.sbi.co.in/careers ও https://bank.sbi/careers এই দুই ওয়েব সাইটে নজর রাখতে হবে চাকরিপ্রার্থীদের।
স্টেট ব্যাঙ্কের ক্লার্কের প্রিলি ২০২৩ পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসেই হবে। শূন্যপদ রয়েছে ৮৭৭৩টি। আবেদনকারীরা sbi.co অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন