Smartphone: বর্তমান আর্থিক বছরের ৩য় ত্রৈমাসিকে বাজার পড়লো ৫%, বাজার শীর্ষে Xiaomi - রিপোর্ট

স্মার্টফোনের সরবরাহ কমে যাওয়ায় দেশীয় বাজারে স্মার্টফোন বিক্রি কমলো ৫ শতাংশ। বর্তমান আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের হিসেব অনুসারে তৈরি করা এই রিপোর্ট প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি ট্যুইটার থেকে সংগৃহীত
Published on

স্মার্টফোনের সরবরাহ কমে যাওয়ায় দেশীয় বাজারে স্মার্টফোন বিক্রি কমলো ৫ শতাংশ। বর্তমান আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের হিসেব অনুসারে তৈরি করা এই রিপোর্ট প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার।

বর্তমান আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেমর) ৪৭.৫ মিলিয়ন ইউনিট কম দামী মোবাইল ফোন সরবরাহ করা হয়েছে। এবারও শীর্ষ বাজার ধরে রেখেছে জিওমি কোম্পানী। যদিও গত বছরের ২৬ শতাংশের তুলনায় এবছর ২ শতাংশ কমে তা দাঁড়িয়েছে ২৪ শতাংশে।

দ্বিতীয় স্থানে আছে স্যামসাং। গত বছরের ২০ শতাংশের অনুপাতে ১ শতাংশ কমে এবছর বাজারে তাঁদের মোবাইল ফোনের বিক্রি দাঁড়িয়েছে ১৯ শতাংশে।

বাজারের চাহিদার ১৭ শতাংশ ধরে রেখে তৃতীয় স্থানে আছে ভিভো। যদিও অন্যান কোম্পানীর মত ভিভোরও চাহিদা কমেছে ১ শতাংশ। বাজার থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে একথা জানিয়েছে ক্যানালিস।

গত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের অনুপাতে বর্তমান আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক ব্যবসায়ীদের কাছে খুবই কঠিন ছিলো। ২০২১ -এ তৃতীয় ত্রৈমাসিকে মোবাইল সরবরাহ করা হয়েছে গত বছরের এই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি। বাজারের বিশ্লেষক সান্যাম চৌরাশিয়া জানিয়েছেন, জুন মাসের শেষ সপ্তাহ থেকে বাজারে মোবাইল ফোনের চাহিদা বেড়েছে এবং বর্তমান উৎসব মরশুমে তা আরও বেড়েছে। এই সময় ব্যবসায়ীরা তাঁদের স্টকে থাকা পুরোনো স্মার্ট ফোন বাজারে নিয়ে আসছেন।

চৌরাসিয়া আরও জানিয়েছেন, কমদামী মডেল আসা কমে যাওয়ার কারণে বিভিন্ন সংস্থা তাদের বেশি দামি মোবাইল বাজারজাত করেছে। আগামী চতুর্থ ত্রৈমাসিক পর্যন্ত এই অবস্থা থাকবে বলেই অনুমান। সেক্ষেত্রে কনটেনারের অভাব, এবং অন্যান্য খরচ বেড়ে যাবার কারণে খুচরো বাজারে দাম বেশি হবে।

জানা গেছে তৃতীয় ত্রৈমাসিকে জিওমি এনেছে ১১.২ মিলিয়ন মোবাইল। দ্বিতীয় স্থানে থাকা স্যামসং এনেছে ৯.১ মিলিয়ন মোবাইল। ভিভো এনেছে ৮.১ মিলিয়ন মোবাইল। রিয়েল মি এবং ওপো এনেছে ৭.৫ মিলিয়ন মোবাইল এবং ৬.২ মিলিয়ন মোবাইল।

মার্কেট অ্যানালিস্ট যশ শাহ জানিয়েছেন, ভারতে আগামী দিনে বাজার দখলের লড়াই আরও তীব্র হবে। বিভিন্ন মোবাইল সংস্থা এখন বাজার ধরার জন্য নতুন নতুন কৌশল নিচ্ছে।

রিয়েল মি যেমন আপাতত কম দামী ৫জি মোবাইল বিক্রির দিকে বেশি নজর দিয়েছে। এই সংস্থার গত ত্রৈমাসিকে প্রায় ১ মিলিয়ন রিয়েল মি ৫জি সেট বিক্রি করেছে। যার মধ্যে ৭০ শতাংশই অনলাইন বিক্রি।

- with Agency Input

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in