Social Media: ৭৭% নাবালক ভুয়ো জন্ম তারিখ দেখিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে - রিপোর্ট

চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে ব্রিটেনের মিডিয়া ওয়াচডগ অফকম। সমীক্ষা অনুসারে, বর্তমানে ৮ থেকে ১৭ বছর বয়সী এক তৃতীয়াংশের বেশি নাবালক জন্মের জাল তারিখ দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

জন্মের জাল তারিখ দাখিল করে বহু নাবালক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে। চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে ব্রিটেনের মিডিয়া ওয়াচডগ অফকম। ওই সমীক্ষা অনুসারে, বর্তমানে ৮ থেকে ১৭ বছর বয়সী এক তৃতীয়াংশের বেশি নাবালক জন্মের জাল তারিখ দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে।

অফকম মঙ্গলবার জানিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষে এই প্রবণতা বন্ধ করা সম্ভব নয়। শিশুরা ক্রমবর্ধমানভাবে তাদের জীবনযাপন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে।

অফকম এক বিবৃতিতে জানিয়েছে, "আমাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ৮ থেকে ১৭ বছর বয়সী (৭৭ শতাংশ) নাবালকদের একটি বড় অংশের নিজস্ব অ্যাকাউন্ট বা প্রোফাইল রয়েছে।" এমনকি যখন তারা অনলাইনে থাকে না তখনও সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া বা অনলাইন গেমিং ট্রেন্ডগুলি নিয়েই তারা তাদের বন্ধু এবং সহপাঠীদের সাথে আলোচনা করে।

অফকম জানিয়েছে, "সুতরাং, নাবালকরা যদি এই প্ল্যাটফর্মগুলিতে যুক্ত না থাকে তবে তারা কথোপকথন এবং এমনকি বন্ধুত্বের গোষ্ঠীগুলি থেকে বাদ পড়তে পারে।"

গবেষণায় দেখা গেছে বহু নাবালক, বিশেষ করে অল্প বয়সের পরিসরে (৮ থেকে ১২ বছরের মধ্যে) তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ করতে তাদের বাবা মা অথবা অভিভাবকদের কাছ থেকে সহায়তা পেয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে, বাবা-মায়ের এই সহায়তার পেছনে সন্তান যেন কিছু থেকে বাদ না পড়ে যায় সেই মানসিকতা কাজ করেছে।

প্রসঙ্গত, বেশিরভাগ সোশ্যাল মিডিয়া অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করার ন্যূনতম বয়স হল ১৩, অনেক প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের তাদের অ্যাকাউন্ট সেট আপ করার সময় তাদের বয়স জানাতে বলে।

যুক্তরাষ্ট্রীয় সংস্থা জানিয়েছে, “এর অর্থ হল, ১৩ বছরের কম বয়সীরা অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে তাদের বয়স ১৩ বছরের বেশি।”

অফকম জানিয়েছে, "কিছু নাবালক যারা এটা করেছে তারা জানিয়েছে তাদের বর্তমান প্রোফাইলগুলির ক্ষেত্রে নিজেদের অনেক বয়স্ক করে দেখিয়েছে। যার চরম উদাহরণ কেউ কেউ নিজেকে ৫০ বছর বয়সী হিসেবে দেখিয়েছে। এইভাবে অনেক বেশি বয়সী হিসেবে নিজেকে দেখিয়ে প্রোফাইল তৈরি করার একটি কারণ হল তারা বিশ্বাস করে যে তারা যখন তাদের প্রোফাইল কমবয়সী হিসেবে তৈরি করে তখন তারা সীমিত অভিজ্ঞতা লাভ করে এবং তাই ইচ্ছাকৃতভাবে বয়স্ক হিসাবে নিবন্ধন করে।”

গত মাসে, আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন কিশোর-কিশোরীদের ডেটা কীভাবে পরিচালনা করা হয় তার তদন্তের পরে মেটাকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে।

কিছু অভিভাবক বয়সের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হলেও তাদের ১৩ বছরের কম বয়সী বাচ্চাদের যেভাবেই হোক প্ল্যাটফর্ম ব্যবহার করার অনুমতি দেন।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, "এটি সম্ভবত কারণ তারা দেখতে চান, তাদের কমবয়সী সন্তান ১৩ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য উপযুক্ত সামগ্রীর সাথে মানিয়ে নিতে পারে কিনা।"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in