বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে পড়েছে মেটার মালিকানাধীন ফেসবুক, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার। এই তথ্য জানাচ্ছে downdetector.com। এছাড়াও গুগলের ইউটিউব-এর ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। সমস্যা হয়েছে স্ন্যাপচ্যাট, টিকটক প্রভৃতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
তথ্য অনুসারে, ইউরোপ, এশিয়া এবং আমেরিকার বিস্তীর্ণ অংশে এই সমস্যা শুরু হয় স্থানীয় সময় সকাল ১০.২০ (ইটি) নাগাদ, ভারতীয় সময় রাত ৯টা নাগাদ। প্রায় এক ঘণ্টার কিছু সময় পর এই সমস্যা মিটেছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে downdetector.com ওয়েবসাইটে এখনও পর্যন্ত ৫,৬৬,৭০০-র বেশি নেট ব্যবহারকারী জানিয়েছেন তাঁদের ফেসবুকে লগইন করা যাচ্ছে না। একইভাবে ৪০ হাজারের বেশি নেটিজেন জানিয়েছেন তাঁরা ইন্সটাগ্রাম ব্যবহার করতে পারছেন না। হোয়াটস অ্যাপ বিজনেস-এর ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে জানা গেছে।
মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন জানিয়েছেন, আমরা জানতে পেরেছি যে ব্যবহারকারীরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছেন না। আমরা এই বিষয়ে কাজ চালাচ্ছি।
ইতিমধ্যেই এই বিষয়ে বহু মানুষ এক্স হ্যান্ডেলে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বহু ব্যবহারকারী জানিয়েছেন তাঁদের অ্যাকাউন্ট হঠাৎ করে লগ আউট হয়ে গেছে এবং তারপর থেকে আর অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন