কোভিডে মৃত কর্মীর পরিবারকে চাকরির মেয়াদ পর্যন্ত বেতন, সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিল টাটা স্টিল

করোনায় কোনও কর্মচারী মারা গেলে, তাঁর ৬০ বছর পর্যন্ত তাঁর পরিবারকে মাসিক বেতন দেওয়া হবে
কোভিডে মৃত কর্মীর পরিবারকে চাকরির মেয়াদ পর্যন্ত বেতন, সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিল টাটা স্টিল
ফাইল চিত্র
Published on

গত প্রায় ১৪ মাস ধরে করোনা আবহে একের পর এক কারখানা, অফিস বন্ধ হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন, সেই পরিস্থিতিতে রতন টাটার পদক্ষেপ নজির সৃষ্টি করল। তাঁকে এক বাক্যে সবাই কুর্নিশ জানাল। মারণ ভাইরাস করোনা কেড়েছে বহু প্রাণ। লকডাউন পরিস্থিতিতে বহু বেসরকারি কর্মী কর্মহীন হয়েছেন। কোথাও সংসারের একমাত্র রোজগেরের মৃত্যু হওয়ায় কার্যত পথে বসেছে বহু পরিবার।

এই পরিস্থিতিতে টাটা স্টিলের করোনা আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে কোম্পানির তরফে একটি টুইট করা হয়। তাতে লেখা হয়েছে, কোম্পানির পক্ষ থেকে একটি সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হল। করোনায় কোনও কর্মচারী মারা গেলে, তাঁর ৬০ বছর পর্যন্ত তাঁর পরিবারকে মাসিক বেতন দেওয়া হবে। পাশাপাশি চিকিৎসা ও বসবাস সংক্রান্ত সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

এছাড়াও মৃতের সন্তানদের পড়াশোনার খরচও কোম্পানি বহন করবে৷ শুধু নিজের সংস্থার কর্মীদের জন্যই নয়, রতন টাটা টুইটারে অন্যান্য বেসরকারি সংস্থাকেও তাদের কর্মীদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। শুধু একজন শিল্পপতির হিসেবে নয়, রতন টাটা বরাবরই দেশের সংকটময় পরিস্থিতিতে নানাভাবে এগিয়ে এসেছেন। তাঁর পদক্ষেপ বিভিন্ন সময়ে নজির সৃষ্টি করেছে।

কয়েকদিন আগে যখন অক্সিজেনের হাহাকারে গোটা দেশ টালমাটাল করছিল, সেইসময় অক্সিজেন জোগান দিয়েছিল টাটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। তাঁর এই কাজ শুধু শিল্পমহলের নয় দেশবাসীর প্রশংসা পায়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in