সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৩-এই বাজারে এসে যাবে স্টিয়ারিং হুইল ছাড়া গাড়ি। টেক বিলিওনেয়ার এলন মাস্ক টেসলার কর্মচারীদের জানিয়েছেন আগামী ২০২৩-এই তাঁর পূর্ব ঘোষণামত এই $২৫০০০ ইলেকট্রিক গাড়ি বাজারে আসবে।
এলন মাস্ক আরও জানিয়েছেন, নতুন এই $২৫০০০ ইলেকট্রিক গাড়িতে স্টিয়ারিং হুইল থাকবে না। একথা জানিয়েছে ইলেকট্রেক ডট কো।
এর আগে মাস্ক জানিয়েছিলেন, ব্যাটারির দাম প্রায় ৫০ শতাংশ কমিয়ে নতুন এই গাড়ির দাম কমানোর চেষ্টা চালানো হচ্ছে। এরজন্য টেসলা নতুন ব্যাটারি সেল এবং ব্যাটারি তৈরির চেষ্টা চালাচ্ছে।
টেসলার ২৫ হাজার ডলার ইলেকট্রিক গাড়িতে নতুন এক ইলেকট্রিক হ্যাচব্যাক থাকার কথা। এটি তৈরি করছে চীনা সংস্থা সাংহাই-এর গিগাফ্যাক্টরি। যদিও এই ইলেকট্রিক কার আপাতত পাওয়া যাবে শুধু আমেরিকাতেই।
অটোটেক ওয়েবসাইট ইলেকট্রেক জানিয়েছে, বর্তমানে টেসলা তাদের সমস্ত উৎপাদনের এনার্জি ইকোসিস্টেম সোলার প্যানেল, পাওয়ার ওয়াল হোম ব্যাটারি প্যাক এবং ইলেকট্রিক ভেহিকল চার্জার কোনো তৃতীয় পক্ষের থেকে নেবে এবং তাকে “ফুল টেসলা এনার্জি ইকোসিস্টেম”-এর আওতায় আনবে।
এছাড়াও অস্ট্রেলিয়া এবং ব্রিটেনে হোম এনার্জি স্টোরেজের জন্য রিটেল ইলেকট্রিক প্ল্যান নিয়ে এসেছে টেসলা। এই মাসের প্রথমে টেসলার পক্ষ থেকে জানানো হয়েছিলো ফ্লোরিডায় এক বিলাসবহুল প্রকল্পের এনার্জি ইকোসিস্টেম সোলার, ব্যাটারি এবং ইভি চার্জারের মাধ্যমে করতে চলেছে এই সংস্থা। এর সঙ্গেই টেক্সাসের পাবলিক ইউটিলিটিস কমিশনের কাছে এক আবেদনে টেসলা রিটেল ইলেকট্রিক প্রোভাইডার হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। টেসলার সাবসিডিয়ারি সংস্থা টেসলা এনার্জি ভেঞ্চারের মাধ্যমে এই আবেদন করা হয়েছে।
- with Agency Input
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন