Cyber Attack: সাইবার হামলার নতুন হাতিয়ার ‘আকিরা’! সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা

জনপ্রিয় সফটওয়্যার Anydesk, PCHunter ও WinRAR পরিষেবাগুলির মাধ্যমেও ব্যবহারকারীর সিস্টেমে হানা দিতে পারে এই আকিরা।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য - আইএএনএস ট্যুইট
Published on

ইন্টারনেট দুনিয়ায় আবির্ভাব ঘটল নয়া ভাইরাস ‘আকিরা’-এর। এই র‍্যানসামওয়ার উইন্ডোজ, লিনাক্স-সহ যেকোনো অপারেটিং সিস্টেমে ঢুকে হাতিয়ে নিতে পারে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য। এই নিয়ে এবার সতর্কতা জারি করল ভারতের কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম বা সিইআরটি।

কিন্তু কীভাবে কাজ করে এই ‘আকিরা’?

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্টে জানানো হয়েছে, এই নতুন র‍্যানসামওয়ারের মাধ্যমে প্রথমে ব্যবহারকারীর সিস্টেমে প্রবেশ করে তাঁর সমস্ত ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেওয়া হয়। তারপর সিস্টেমে থাকা ডেটা এনক্রিপ্ট করা হয়। এরপর সেই তথ্যগুলিকে ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করে পণ চাওয়া হয়।

সিইআরটি-এর তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীর সিস্টেমে প্রবেশ করার জন্য আকিরা অপারেটররা VPN পরিষেবাগুলিকে কাজে লাগাচ্ছে। জনপ্রিয় সফটওয়্যার Anydesk, PCHunter ও WinRAR পরিষেবাগুলির মাধ্যমেও ব্যবহারকারীর সিস্টেমে হানা দিতে পারে এই আকিরা।

কিন্তু এই ভয়ানক র‍্যানসামওয়ারের আক্রমণ থেকে কীভাবে রক্ষা পাবেন ইন্টারনেট ব্যবহারকারীরা?

সিইআরটি জানিয়েছে, ব্যবহারকারীকে তাঁদের সিস্টেম থেকে চুরি আটকাতে প্রথমেই একটি শক্তিশালী পাসওয়ার্ড রাখতে হবে। তবে পাসওয়ার্ডে নাম, জন্মদিন, ঠিকানা, ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য না দেওয়ার কড়া বার্তা দেওয়া হয়েছে। আবার, প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীকে তাঁদের প্রয়োজনীয় তথ্য অনলাইনের পাশাপাশি অফলাইনেও ব্যাক-আপ নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সবশেষে, ইন্টারনেট ব্যবহারের প্রাথমিক শর্ত মেনে নিয়মিত সিস্টেম আপডেটের উপরেও জোর দিতে বলা হয়েছে সিইআরটি-এর তরফে। এগুলি মেনে চললেই ব্যবহারকারীর সিস্টেম ‘আকিরা’-এর মতো ভয়ানক র‍্যানসামওয়ারের হামলা থেকে কিছুটা সুরক্ষিত থাকবে।

ছবি প্রতীকী
Cyber Attack: বিশ্ব জুড়ে বাড়ছে সাইবার হামলার প্রবণতা, আক্রান্ত সংস্থার নিরিখে এগিয়ে ভারত
ছবি প্রতীকী
Penguine: উরুগুয়ের উপকূলে ভেসে আসছে পেঙ্গুইনের মৃতদেহ - কারণ কী এই গণমৃত্যুর?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in