Chandrayaan-3: ‘সবকিছু হাতের বাইরে চলে গেলেও চন্দ্রযান-৩ নিরাপদে অবতরণ করবে’: আত্মবিশ্বাসী বিজ্ঞানী

“আমার ৯৯.৯ শতাংশ বিশ্বাস, এবারের বিক্রম ল্যান্ডার প্রত্যাশা মতোই কাজ করবে এবং চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করবেই,” জানিয়েছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স-এর মহাকাশ বিজ্ঞানী রাধাকান্ত পাধি।
Chandrayaan-3: ‘সবকিছু হাতের বাইরে চলে গেলেও চন্দ্রযান-৩ নিরাপদে অবতরণ করবে’: আত্মবিশ্বাসী বিজ্ঞানী
ছবি সৌজন্যে ইসরো টুইটার হ্যান্ডেল
Published on

'সবকিছু হাতের বাইরে চলে গেলেও চাঁদের দক্ষিণ মেরুতে নিরাপদভাবেই অবতরন করবে চন্দ্রযান-৩।' এমনই আত্মবিশ্বাসী ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স-এর মহাকাশ বিজ্ঞানী তথা অধ্যাপক রাধাকান্ত পাধি। সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “চন্দ্রযান-২ থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। তাই চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডারে একটি ‘স্যালভেজ মোড’ রাখা হয়েছে, যার সাহায্যে যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী নাও হয় তাতেও এই যান চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করবেই।”

ইসরোর এই চন্দ্রাভিযানে অন্যতম মুখ্য ভূমিকা রয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স-এর মহাকাশ গবেষণা বিভাগের। পাশাপাশি, ওই প্রতিষ্ঠানের অধ্যাপক তথা বিজ্ঞানী রাধাকান্ত পাধিও চন্দ্রযান-২ ও ৩-এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। ২০১৯ সালে চন্দ্রযান-২ কীভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে গিয়ে ভেঙেচুরে ধ্বংস হয়ে গিয়েছিল তা সকলেরই মোটামুটি জানা। সেই বিফলতা নিয়ে রাধাকান্ত জানিয়েছেন, “চন্দ্রযান-২ চাঁদের মাটিতে সঠিকভাবে নামতে পারেনি কারণ, ওই যানের বিক্রম ল্যান্ডারটি নামার সময় মহাকাশযানের গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। ফলে চাঁদের মাটিতে নামার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল।”

তিনি আরও জানিয়েছেন, “পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডারে দুটি স্বয়ংক্রিয় কম্পিউটার রাখা হয়েছে যেখানে চন্দ্রযান-২ এ একটিই ছিল। এছাড়া চন্দ্রযান-৩ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আগের থেকে এবারের ল্যান্ডার অনেক বেশি শক্তিশালী হয়।” তার মতে, চাঁদের আবহাওয়া ও মাটির সবরকম পরিস্থিতি পৃথিবীতে কৃত্রিমভাবে তৈরি করা যায় না। তা সত্ত্বেও ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান-৩ এর সবরকম পরীক্ষা-নিরীক্ষা করেই তাকে মহাকাশে পাঠিয়েছেন। “আমার ৯৯.৯ শতাংশ বিশ্বাস, এবারের বিক্রম ল্যান্ডার প্রত্যাশা মতোই কাজ করবে এবং চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করবেই,” জানিয়েছেন আত্মবিশ্বাসী ওই বিজ্ঞানী।

প্রসঙ্গত, ইতিমধ্যেই চাঁদের কক্ষপথে প্রবেশ করে চাঁদের অসংখ্য ছবি তুলে পৃথিবীতে ইসরোর কাছে পাঠিয়েছে চন্দ্রযান-৩। আগামী বুধবার ২৩ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা রয়েছে চন্দ্রযান-৩ এর। আগেরবার অসফল হলেও এবারের অবতরণ নিয়ে ভারতের মহাকাশ বিজ্ঞানীরা যথেষ্ট আশাবাদী। পাশাপাশি, এবারে চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই আমেরিকা, রাশিয়া ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে ভারত।

Chandrayaan-3: ‘সবকিছু হাতের বাইরে চলে গেলেও চন্দ্রযান-৩ নিরাপদে অবতরণ করবে’: আত্মবিশ্বাসী বিজ্ঞানী
Central Vigilance Report: সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ শাহের মন্ত্রকের কর্মীদের বিরুদ্ধে, তারপর রেল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in